এক্সপ্লোর
Advertisement
IPL 2021 Player Retention Full List: ধোনির পাশাপাশি রায়নাকে রিটেন করছে চেন্নাই, দীনেশ কার্তিককে ছাড়ছে না কেকেআর
IPL 2021 Player Retention: বড়সড় খবর। আইপিএলে ১৪ তম মরশুমের আগে সুরেশ রায়নাকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। ২০২০-র টুর্নামেন্টে খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও দেশে ফিরে এসেছিলেন রায়না।
নয়াদিল্লি: বড়সড় খবর। আইপিএলে ১৪ তম মরশুমের আগে সুরেশ রায়নাকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। এমনটাই খবর সূত্রের। ২০২০-র টুর্নামেন্টে খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও দেশে ফিরে এসেছিলেন রায়না। এবার তাঁকে সিএসকে দলে রাখবে কিনা, তা নিয়ে তীব্র জল্পনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে রিটেন করছে চেন্নাই সুপার কিংস। প্রত্যাশামতোই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও রিটেন রেখেছে চেন্নাই সুপার কিংস।
সূত্রের খবর, সিএসকে কেদার যাদব, মুরলী, বিজয়, পিযুষ চাওলাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি হরভজন দল ছেড়েছেন। শেন ওয়াটসন অবসর নিয়েছেন। স্যাম কুরানের সঙ্গে ইমরান তাহির, ফাফ ডুপ্লেসি, ডোয়েন ব্র্যাভোও আগামী মরশুমে হলুদ ব্রিগেডেই থাকছেন।
জানা গেছে, রাজস্থান রয়্যালস ছাড়তে পারে স্টিভ স্মিথকে। সূত্রের খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবম দুবে, ক্রিস মরিসকে ছাড়ছে। পার্থিক পটেল অবসর নিয়েছেন।
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স দীনেশ কার্তিককে ছাড়ছে না। টম বেন্টনকে রিলিজ করছে। কিংস ইলেভেন পঞ্জাব ক্রিস গেইলকে দলে রাখতে চলেছে। তারা রিলিজ করছে করুণ নায়ার ও শেলড্রন কোট্রেলকে।
সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস ধরে রাখছে মার্কাস স্টোয়নিসকে। শিমরন হেটমেয়ার, সন্দীপ লাম্মিচানে, অ্যালেক্স ক্যারি ও জেসন রয়কে রিলিজ করছে তারা।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২০-র নিলামে উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স কেরি ও ওপেনার জেসন রায়কে নিয়ে সবাইকে চমকে দিয়েছিল। কারণ, তাদের দলে বেশ কয়েকজন ওপেনার আগে থেকেই ছিল। সেইসঙ্গে ঋষভ পন্থই উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দের ছিলেন।
সূত্রের খবর, ২০২১ আইপিএলের নিলামের আয়োজন হতে পারে ১৬ ফেব্রুয়ারি। যদিও সব দলের কাছেই রাইট চু ম্যাচ কার্ডের ব্যবহার করতে পারে। এর সাহায্যে ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের ফের নিজেদের দলে সামিল করতে পারে।
আগামী মরশুমের জন্য খেলোয়াড়দের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিতে রিটেন ও রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement