(Source: ECI/ABP News/ABP Majha)
Brian Lara: সফল সিএবি সভাপতির উদ্যোগ, ইডেন বেল বাজালেন কিংবদন্তি লারা
IPL Exclusive: স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে।
সন্দীপ সরকার, কলকাতা: উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা ও অন্যান্য সিএবি কর্তারা।
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগের দিনই এবিপি লাইভ জানিয়েছিল যে, ম্যাচের আগে আরও একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছিল। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর জন্য। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৭.২৫ নাগাদ সেই ছবিই দেখা গেল ইডেনে। বেল বাজিয়ে ম্যাচের সূচনা করলেন কেকেআরের প্রতিপক্ষ শিবিরের হেডস্যার লারা।
রাত পোহালেই বাঙালি নববর্ষ। ম্যাচের আগের দিন যে কারণে কেকেআরের তরফ থেকে মিষ্টি বিতরণ করা হয়। কেকেআরের কনটেন্ট টিমের অন্যতম সদস্য ঋতম ভট্টাচার্য বলছিলেন, 'শনিবার নববর্ষ। তার আগের দিনই আমাদের ম্যাচ। তাও আবার কলকাতার বুকে। তার আগাম সেলিব্রেশন। দ্রে রাস (দলে আন্দ্রে রাসেলের ডাকনাম) রসগোল্লা পাঠিয়েছেন সকলের জন্য।'
শুনে বেশ অবাক হতে হল। রাসেল কি বাঙালি নববর্ষের কথা জানেন? পরে কেকেআর শিবির থেকেই ব্যাখ্যা করে দেওয়া হল। বলা হল, পয়লা বৈশাখ বিশেষভাবে পালন করার পরিকল্পনা নিয়েছেন নাইটরা। রাসেলও গোটা বিষয়টায় মজা পেয়েছেন। মিষ্টিমুখের পরিকল্পনাও পছন্দ হয়েছে তাঁর। সেই কারণে সকলের মধ্যে রসগোল্লা বিতরণ করা হল।
আরও পড়ুন: নকল নারাইন! কেকেআর না ভুল করে ইডেনে নামিয়ে দেয়...