MS Dhoni: মিশন দিল্লির জন্য বেরিয়ে পড়লেন ধোনি, সঙ্গী সাক্ষী ও জীভা, ছবি ভাইরাল
IPL 2023: শনিবার, ২০ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকে-র ম্যাচ। আর সেই ম্যাচ খেলতে রাজধানীর উদ্দেশে রওনা হয়ে গেল সিএসকে ব্রিগেড।
চেন্নাই: আইপিএল (IPL 2023) প্রায় শেষ লগ্নে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বাকি তিনটি জায়গার জন্য লড়াই সাত দলের।
লড়াইয়ে বেশ ভাল জায়গায় রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১৩ ম্যাচের শেষে ১৫ পয়েন্ট মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni)। পয়েন্ট টেবিলে দু'নম্বরে রয়েছেন ক্যাপ্টেন কুলরা। সিএসকে-র শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে খেলা। যে স্টেডিয়ামের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম।
শনিবার, ২০ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকে-র ম্যাচ। আর সেই ম্যাচ খেলতে রাজধানীর উদ্দেশে রওনা হয়ে গেল সিএসকে ব্রিগেড। ধোনি সপরিবার রওনা হলেন দিল্লির উদ্দেশে। চেন্নাই বিমানবন্দরে ধোনিকে দেখা গিয়েছে স্ত্রী সাক্ষী ও মেয়ে জীভার সঙ্গে।সিএসকে তাদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে। সঙ্গে ক্যাপশনে লেখা, 'পরিবারের সঙ্গে থালা'।
ছবিতে দেখা গিয়েছে, সাক্ষী ও জীভা, দুজনই সাদা রংয়ের ফ্রক পরে আছেন। যা দেখে অনেকে মন্তব্য করেছেন, মা-মেয়ের ট্যুইনিং। ধোনি পরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ট্র্যাভেল টি শার্ট ও ট্রাউজার্স। সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষী।
View this post on Instagram
দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত ধোনিদের। হারলেও অবশ্য শেষ চারে পৌঁছে যেতে পারেন ধোনিরা। কারণ, ধোনিদের রান রেট ঈর্ষণীয়। +০.৩৮১। রান রেট ভাল থাকায় ১৫ পয়েন্ট নিয়েও প্লে অফে চলে যেতে পারেন ধোনিরা।
আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি