(Source: ECI/ABP News/ABP Majha)
KKR Exclusive: মেজাজ হারিয়ে ছক্কা মারতে যেও না, রাসেলকে সতর্ক করলেন কেকেআরের কোচ
Andre Russell: শনিবার নৈশালোকে ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর।
সন্দীপ সরকার, কলকাতা: দলের সেরা অস্ত্র তিনি। ব্রহ্মাস্ত্রের কি মেজাজ হারালে চলে?
প্র্যাক্টিস ম্যাচে আন্দ্রে রাসেলকে (Andre Russell) মেজাজ হারাতে দেখে তাই বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanth Pandit)। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ মাঠের ধারেই শুরু করে দিলেন ক্লাস।
ছাত্রকে কী বললেন সেই ক্লাসে?
প্রথমে ধরলেন রোগ। তারপর দিলেন রোগ সারানোর দাওয়াই। চন্দ্রকান্ত পণ্ডিত রাসেলের উদ্দেশে বলছিলেন, 'বোলারের বল শরীরে লাগলে বা পরাস্ত হলে ব্যাটারদের প্রবণতাই থাকে পরের বলে তাকে গ্যালারিতে ফেলার। কিন্তু সেটা বিপজ্জনক প্রবণতা। আক্রমণ করো। কিন্তু মেজাজ হারিয়ে না। মেজাজ হারিয়ে বিগহিট নিতে গেলে উইকেট পড়ার সম্ভাবনা থাকে। দলও সমস্যায় পড়বে। এই পরিস্থিতিতে সেরা রাস্তা হল পরের বলে সিঙ্গলস নিয়ে স্ট্রাইক বদল করে নেওয়া। পরে ওই বোলারকে চার-ছক্কা মারার আরও সুযোগ পাওয়া যাবে। কিন্তু মাথা গরম করে কখনও ব্যাটিং নয়। ওই মুহূর্তটা কাটিয়ে দিতে পারলে পরের ১৮ বলে ৩৫ রান করার দক্ষতা তোমার রয়েছে।' যোগ করলেন, 'তুমি ক্রিজে থাকা মানে অন্য প্রান্তের ব্যাটার অনেক চাপমুক্ত থাকবে।'
বাধ্য ছাত্রের মতো শুনছিলেন রাসেল। শনিবার নৈশালোকে ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। প্রথমে ঠিক ছিল সিএবি একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলা হবে। কিন্তু সেই পরিকল্পনা পাল্টে যায়। সিএবি-র সচিব নরেশ ওঝা এবিপি লাইভকে বলছিলেন, 'স্থানীয় ক্রিকেট চলছে পুরোদমে। তাই প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেটার ছাড়াই যাচ্ছে না। প্রায় প্রত্যেকেরই ক্লাব ম্যাচ রয়েছে। তাই যেরকম প্রতিপক্ষ দল কেকেআর প্রত্যাশা করেছিল, সেটা তৈরি করা সম্ভব হচ্ছে না। আমরা সেটা কেকেআরকে জানিয়ে দিয়েছিলাম। তাই সিএবি একাদশের সঙ্গে ম্যাচটা হল না। কেকেআর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে।'
আর সেই প্রস্তুতি ম্যাচে হেলমেট ছাড়া ব্যাট করতে নেমেছিলেন রাসেল। বেশ কয়েকটি বড় শটও খেলতে দেখা গেল ক্যারিবিয়ান তারকাকে। তবে পেসারের বলে পরাস্ত হন একবার। তারপরই মেজাজ হারিয়ে ব্যাট চালিয়েছিলেন রাসেল। যা পছন্দ হয়নি পণ্ডিতের। ঘরোয়া ক্রিকেটে যিনি কড়া হেডমাস্টার নামেই পরিচিত। তবে সাফল্যও বেশ ঈর্ষণীয়। বিদর্ভ হোক মা মধ্যপ্রদেশ, যাদের দায়িত্ব নিয়েছেন, সোনা ফলিয়েছেন। রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন বিদর্ভ, মধ্যপ্রদেশকে। ৯ বছর মুকুটহীন থাকা কেকেআরে ট্রফি খরা কাটাতে এবার মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারকে দায়িত্ব দিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল।
দায়িত্ব নিয়েই দলের মহার্ঘ ক্রিকেটার রাসেলের জন্য বাড়তি সময় খরচ করছেন চন্দ্রকান্ত পণ্ডিত। যাতে টুর্নামেন্টে ব্রহ্মাস্ত্র হিসাবেই রাসেল-বাণ নিক্ষেপ করা যায়।