IPL 2023: ১২ লক্ষর ধাক্কা, পাঞ্জাবকে হারিয়েই শাস্তির মুখে গুজরাত অধিনায়ক হার্দিক
PBKS vs GT: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স।
মোহালি: পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে গুজরাত টাইটান্স। তবে ম্যাচের পরেই বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়লেন গুজরাতের তারকা অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এক ধাক্কায় ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙার জন্যই এই শাস্তি পেলেন হার্দিক।
১২ লক্ষর ধাক্কা
পাঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে না পারায় শাস্তি পেতে হল হার্দিককে। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, '১৩ এপ্রিল মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে ওঁর দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে হার্দিকের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।'
হার্দিক অবশ্য প্রথম নন, এই নিয়ে নাগাড়ে তিন ম্যাচে কোনও না কোনও দলের অধিনায়ককে জরিমানা গুণতে হল। এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসিকেও একই কারণে জরিমানা করা হয়েছিল।
শাস্তির মুখে অশ্বিন
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। টানটান থ্রিলার শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩ রানে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছিল ঝুলিতে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলায়, বলা ভাল বিরক্তি প্রকাশ করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin)। আইপিএলের (IPL) কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে লেভেল ওয়ান দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আম্পায়ারদের বল-বদলের সিদ্ধান্তে তিনি 'হতবাক' বলে ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন অশ্বিন, যারই খেসারত হিসেবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ খোয়াতে হল তাঁকে।
চিপকে প্রবল শিশিরের জেরে আম্পায়াররা ম্যাচের মাঝে বল-বদলের সিদ্ধান্ত নেন। যা নিয়ে বিস্ময় প্রকাশ করে অশ্বিন সাফ বলেন, এমন ঘটনা আগে দেখিনি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেছিলেন, 'শিশিরের জন্য আম্পায়াররা বল-বদলের সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটা আগে দেখিনি। অবাকই হয়েছিলাম। এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত খানিক বিভ্রান্তই করেছে। বোলিং দল হয়েও আমরা বল পাল্টানোর কথা বলিনি। আম্পায়ারকে জিজ্ঞাসা করলে ওঁরা জানান, এই নিয়ম রয়েছে। আশা রাখি এই নিয়ম এবার থেকে আইপিএলে মেনে চলা হবে। শিশিরের সমস্যা ভোগালে বদল করা হবে ম্যাচ।' অশ্বিনের যে মন্তব্য নিয়েই ম্যাচ রেফারি তাঁকে সতর্ক করে দেন। পাশাপাশি অশ্বিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়ার নির্দেশও দেন।
আরও পড়ুন: 'ক্রিকেটবিশ্বকে শাসন করবে ও', গিলের ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তি হেডেন