IPL 2023: লখনউয়ের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে হৃত্বিক রোশন!
IPL 2023 Eliminator: আইপিএলের প্রথম এলিমিনেটরে লখনউ ও মুম্বই একে অপরের মুখোমুখি হয়েছিল।
চেন্নাই: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2023) ষোড়শ সংস্করণ। আইপিএলের মতো টুর্নামেন্টের দিকে বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীরই নজর থাকে। তাই খেলোয়াড় থেকে ব্রডকাস্টার, সকলের উপরেই নিজেদের সেরাটা দেওয়ার চাপ থাকেই। আর টুর্নামেন্ট যখন 'বিজনেস এন্ড' অর্থাৎ প্লে-অফ পর্বে পৌঁছে যায়, তখন চাপটা আরও খানিকটা বৃদ্ধিই পায়। এই চাপের দরুণই সম্ভবত এক ভুল করে বসলেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)।
নামেই গন্ডগোল
বুধবার আইপিএলের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই ধারাভাষ্য দেওয়ার সময় একটি ভুল করেন প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ। তিনি মুম্বইয়ের ক্রিকেটার হৃত্বিক শোকিনকে (Hrithik Shokeen), ভুল করে বলিউড তারকা ঋত্বিক রোশন (Hrithik Roshan) বলে বসেন। মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের সময় শোকিন ব্যাট করতে নামলেই তাঁকেই হৃত্বিক রোশন বলে সম্বোধন করেন হর্ষ। মুহূর্তেই নিজের ভুল শুধরে নিয়ে আবারও শোকিনের সঠিক নাম উচ্চারণ করলেও, এই ছোট্ট ভুল কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই হর্ষর এই ভুল ধরিয়ে দেন।
Ye Harsha Bhogle itna meetha bolta h, Kisi ko pta bhi nhi lga ye Hrithik Shokeen ko Hrithik Roshan bol gya 😭
— Not so worthless piece of shit (@Prabhat420tweet) May 24, 2023
Did Harsha Bhogle just called Hritik Shokeen as Hritik Roshan😭😭🤣@bhogleharsha
— Charan (@Venkysam14) May 24, 2023
Harsha Bhogle literally said - Hrithik Roshan AND NOT Hrithik Shokeen
— Amrit Singh (@Amrit___S) May 24, 2023
ম্যাচের বিবরণ
পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন। এবার আরও একবার ট্রফি জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপারজায়ান্টসকে ৮১ রানে হারিয়ে দিয়ে এবার গুজরাতের সামনে রোহিত বাহিনী। ট্রফি জয়ের থেকে আর মাত্র ২ ধাপ দূরে মুম্বই শিবির। গুজরাতকে হারালে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে পাঁচবারের আইপিএল জয় দল।
১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রেরক মাঁকড়কে ফিরিয়ে দেন আকাশ মাধওয়াল। মাত্র ৩ রানের মাথায় ফিরে যান তিনি। আকাশ মাধওয়ালের প্রথম শিকার হন তিনি। লখনউয়ের আরেক ওপেনার কাইল মায়ের্সও এদিন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ১৮ রান করে ফেরেন। লখনউয়ের অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য ১১ বলে ৮ রান করে ফেরেন। মার্কাস স্টোইনিস ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ১৩ বলে ১৫ রান করেন দীপক হুডা। এছাড়া আর কোনও ব্যাটারই দু অঙ্কের স্কোর করতে পারেননি। মুম্বইয়ের হয়ে আকাশ মাধওয়াল ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। এই আইপিএলই আকাশের প্রথম আইপিএল ছিল। আর তাতেই বাজিমাত করলেন। আনক্যাপড ইন্ডিয়ান বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন এক ম্য়াচেই। ১৬.৩ ওভারে ১০১ রানে অল আউট হয়ে গেল লখনউ সুপারজায়ান্টস। ১টি করে উইকেট পান ক্রিস জর্ডন ও পীযূষ চাওলা। এদিন লখনউয়ের ইনিংসে তিনটি রান আউট হয়।
আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?