LSG vs SRH 1st Innings: স্পিন ত্রিফলায় ঝাঁঝরা হায়দরাবাদ, লখনউয়ের সামনে লক্ষ্য মাত্র ১২২
IPL 2023, LSG vs SRH: আইপিএলের শুরুতেই কি টানা দুই ম্যাচে হেরে ধাক্কা খাবে সানরাইজার্স হায়দরাবাদ?
লখনউ: আইপিএলের (IPL 2023) শুরুতেই কি টানা দুই ম্যাচে হেরে ধাক্কা খাবে সানরাইজার্স হায়দরাবাদ (LSG vs SRH)?
শুক্রবার উত্তরপ্রদেশের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের স্পিনারদের বিরুদ্ধে বিপাকে পড়ল হায়দরাবাদ। স্পিন ত্রিফলায় বিদ্ধ হতে হল হায়দরাবাদকে। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২১/৮ স্কোরে আটকে গেল হায়দরাবাদ। ম্যাচ জিততে কে এল রাহুলদের তুলতে হবে মাত্র ১২২ রান। রাহুল, কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের সামনে যা খুব একটা কঠিন লক্ষ্য হওয়া উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শেষ খেতাব প্রায় ৭ বছর আগে। ২০১৬ সালে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর থেকে ট্রফি নেই। রয়েছে শুধু অন্তর্দ্বন্দ্ব। কখনও ওয়ার্নারকে বাদ দিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছে। কখনও সংঘাত হয়েছে রশিদ খানের সঙ্গে। গতবার আট নম্বরে শেষ করেছিল। প্লে অফের যোগ্যতা পায়নি। এবার অবশ্য খোলনলচে বদলে মাঠে নামছে হায়দরাবাদ। কোচ করা হয়েছে কিংবদন্তি ব্রায়ান লারাকে। অধিনায়ক হয়েছেন এডেন মারক্রাম। তবে ফলাফল পাল্টায়নি।
প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ৭২ রানের বিরাট ব্যবধানে হারিয়েছিল হায়দরাবাদকে। সেই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক মারক্রাম। দক্ষিণ আফ্রিকার হয়ে ম্য়াচ খেলছিলেন বলে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। শুক্রবার অবশ্য মারক্রাম খেললেন। নেতৃত্বও দিলেন। তবে ব্যাটিং ব্যর্থতার ছবিটা বদলাল না।
View this post on Instagram
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মারক্রাম। কিন্তু লখনউয়ের স্পিনারদের বিরুদ্ধে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।বাঁহাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্য ফিরিয়ে দেন ময়ঙ্ক অগ্রবালকে। অনমোলপ্রীত সিংহ (২৬) ও মারক্রামকেও (০) ফিরিয়ে দেন হার্দিক পাণ্ড্যর দাদা। রবি বিষ্ণোইয়ের বলে ৩ রান করে ফিরে যান হ্যারি ব্রুক। অমিত মিশ্র এক ওভারে তুলে নেন ওয়াশিংটন সুন্দর (১৬) ও আদিল রশিদকে (৪)। শেষ দিকে চালিয়ে খেলে ১০ বলে ২১ রান আব্দুল সামাদের। ১২১/৮ স্কোরে আটকে যায় হায়দরাবাদ।
লখনউ বোলারদের মধ্যে মাত্র ১৮ রানে ৩ উইকেট ক্রুণালের। ২৩ রানে ২ উইকেট অমিত মিশ্রর। রবি বিষ্ণোইয়ের এক উইকেট।