Most Ducks in IPL: জয়ের রাতেও কাঁটা, লজ্জার রেকর্ড গড়ে ফেললেন কেকেআরের এই ব্যাটার
IPL 2023: আইপিএলে মোট ১৫ বার শূন্য রানে ফিরলেন মনদীপ। যে রেকর্ড তাঁর কাছে অস্বস্তির। আর কোনও ব্যাটারের এই রেকর্ড নেই।
কলকাতা: ডেভিড উইলির বলটি পিচে পড়ে বাইরের দিকে বেরিয়েছিল। মনদীপ সিংহকে (Mandeep Singh) পরাস্ত করে অফস্টাম্প ভেঙে দিয়ে যায়। সামনের পায়ে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন তিনি। পরাস্ত হন।
আর শূন্য রানে মনদীপ ফিরতেই লজ্জার এক রেকর্ড গড়ে ফেললেন। কী সেই রেকর্ড? আইপিএলে (IPL) মোট ১৫ বার শূন্য রানে ফিরলেন মনদীপ। যে রেকর্ড তাঁর কাছে অস্বস্তির। আর কোনও ব্যাটারের এই রেকর্ড নেই।
১৪ বছরের আইপিএল কেরিয়ারে ৪টি দলের হয়ে খেলেছেন মনদীপ। কলকাতা নাইট রাইডার্সের ৩১ বছরের তারকা এখন আইপিএলে সবচেয়ে বেশি শূন্য করা ক্রিকেটার। তিনি পিছনে ফেললেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিককে।
আইপিএলে সবচেয়ে সফল ব্যাটারদের অন্যতম রোহিত ও ডিকে। কিন্তু এতদিন লজ্জার একটি রেকর্ডও ছিল তাঁদের সঙ্গী। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রান করে ফেরা ব্যাটার ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে একই বন্ধনীতে ছিলেন মনদীপ। তবে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শূন্য করে ফিরতেই রোহিত ও ডিকে-কে ছাপিয়ে যান মনদীপ। যদিও এই রেকর্ড খুব একটা মনে রাখতে চাইবেন না তিনি।
পাঁচজন অন্য ব্যাটারও রয়েছেন খুব কাছাকাছি। পীযূষ চাওলা, হরভজন সিংহ, পার্থিব পটেল, অজিঙ্ক রাহানে ও অম্বানি রায়ডু - পাঁচজন ১৩ বার করে শূন্য রানে ফিরেছেন।
আরসিবিকে হারানোর পর খোশমেজাজে আড্ডা দিলেন সেই রহমনুল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুর। আইপিএলের ওয়েবসাইটে সেই কথোপকথনের ভিডিও শেয়ার করা হয়।
আড্ডার শুরুতেই শার্দুল গুরবাজের কাছে জানতে চান, আইপিএলে এখনও পর্যন্ত কীরকম অভিজ্ঞতা? গুরবাজ বলেন, 'আমি খুব খুশি। রোমাঞ্চকর অভিজ্ঞতা।' শার্দুল এরপর বলেন, 'আইপিএলকে বলা হয় বিশ্বের সেরা টুর্নামেন্ট। তুমি দুটো ম্যাচে এত ভাল ব্যাটিং করলে। রোজার উপবাস রেখে এত ভাল ব্যাটিং কীভাবে?'
গুরবাজ বলেন, 'আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। এত মানুষ। শুরুর দিকে স্নায়ুর চাপ ভালমতোই ছিল। তবে কোচ ও টিম ম্যানেজমেন্ট পাশে ছিল। আমাকে সবাই সমর্থন করেছিলেন।' পাল্টা জানতে চান, 'আমাকে বলো, তুমি কী করে পরিস্থিতি সামলালে? কীভাবে এই মাঠে অত বড় বড় ছক্কা মারলে?'
শার্দুল বলেন, 'স্কোরকার্ড দেখলে নিঃসন্দেহে মনে হবে চাপের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এই পরিস্থিতির জন্যই প্র্যাক্টিস করি। প্রস্তুতি নিই। আমি খুশি যে দলের প্রয়োজনে চাপের মুখে এরকম পারফর্ম করতে পেরেছি। ঠিকই বলেছো যে, এই পরিস্থিতিতে কোচ, টিম ম্যানেজমেন্টের সমর্থন বিরাট ব্যাপার।'