IPL 2023: একচল্লিশ পেরিয়েও আজ মাঠে নামতেই নতুন নজির গড়বেন 'ক্যাপ্টেন কুল'
MS Dhoni Milestone: আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। সেই বছরই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
![IPL 2023: একচল্লিশ পেরিয়েও আজ মাঠে নামতেই নতুন নজির গড়বেন 'ক্যাপ্টেন কুল' IPL 2023: MS Dhoni set to play 250th IPL match of his career get to know IPL 2023: একচল্লিশ পেরিয়েও আজ মাঠে নামতেই নতুন নজির গড়বেন 'ক্যাপ্টেন কুল'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/28/4447b66ee32aff761dbc9dcdffc2eb7f1685273898842206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে এই মরসুমের আইপিএলের ফাইনাল। মুখোমুখি হবে চেন্নাই ও গুজরাত। একটা দল চারবারের খেতাবজয়ী। অন্য দলটি গত মরসুমে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই শিবিরের অধিনায়ক হিসেবে পঞ্চমবার আইপিএল জয়ের হাতছানি রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সামনে। তবে আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি নজির গড়বেন 'ক্যাপ্টেন কুল'। আজকের ম্যাচটি মহেন্দ্র সিংহ ধোনির কেরিয়ারে ২৫০ তম আইপিএল ম্যাচ হতে চলেছে। ১১ বার ফাইনালে উঠেছেন তিনি চেন্নাইয়ের জার্সিতে। তার মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে এই নজির গড়েছেন।
মাহির মাইলস্টোন
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। সেই বছরই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তখন তিনি দেশের সব ফরম্যাটেও ক্যাপ্টেন ছিলেন। এরপর থেকে ১৬ বছর কেটে গিয়েছে। মাঝে ২ বছর সিএসকে আইপিএল খেলেনি। কিন্তু বাকি ১৪ মরসুমে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবেই ছিলেন মাহি। এমনকী সেই ২ বছর পুণে সুপারজায়ান্টস দলের অধিনায়ক ছিলেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে ২৫০টি ম্যাচ আর কোনও প্লেয়ার খেলেননি কখনও।
এখনও পর্যন্ত ২৪৯ ম্যাচ খেলে মোট ৫০৮২ রান করেছেন ধোনি। গড় ৩৯.০৯। ২১৭ ইনিংস খেলে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ৮৪। এখনও পর্যন্ত মোট ২৯ বার অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনবারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২১৯ ম্যাচ খেলে ১৯০ ইনিংসে ব্য়াটিং করেছেন ধোনি। ২২টি অর্ধশতরান করেছেন তিনি। পুণে সুপারজায়ান্টসের জার্সিতে ২০১৬-১৭ মরসুমে খেলেছেন ধোনি। ৫৭৪ রান করেছেন।
কোয়ালিফায়ার ওয়ানে শেষ হাসি হেসেছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রে ঘায়েল হয়েছিল গুজরাত। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর গুজরাতকে খেলতে হয়েছিল কোয়ালিফায়ার টু-তে। যে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে গো হারান হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছেন হার্দিকরা।
রবিবার হার্দিক-শুভমনরা খেলবেন ঘরের মাঠে। যে মাঠের পিচ ও পরিবেশ গুজরাত শিবিরের কাছে ভীষণ পরিচিত। কৌশলগতভাবে সুবিধা পাবে গুজরাত। অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েছিল চেন্নাই আর সেই কারণে মনস্ত্বাত্ত্বিক সুবিধা পাবেন ধোনিরা।
কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বা নামবেন কে?
আরও পড়ুন: বিরাটের বিধ্বংসী ফর্ম দেখে অজি বোলারদের সতর্ক করছেন মাইক হাসি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)