IPL 2023: ৫ ছক্কা অতীত, ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে অনুশীলনই সাফল্যের চাবিকাঠি, দাবি রিঙ্কুর
Rinku Singh: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে দলের জয় সুনিশ্চিত করেন রিঙ্কু সিংহ।
![IPL 2023: ৫ ছক্কা অতীত, ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে অনুশীলনই সাফল্যের চাবিকাঠি, দাবি রিঙ্কুর IPL 2023: Rinku Singh claims he had belief to finish the game after helping KKR win vs PBKS IPL 2023: ৫ ছক্কা অতীত, ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে অনুশীলনই সাফল্যের চাবিকাঠি, দাবি রিঙ্কুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/09/8bb4f850c51d63b6b0bd1607c39a3c221683637224182507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকাল, সোমবার, ৮ মে ইডেন গার্ডেন্সে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে চার মেরে কেকেআরকে (KKR vs PBKS) পাঁচ উইকেটে জেতান রিঙ্কু সিংহ (Rinku Singh)। তিনি ১০ বলে ২১ রানের অপরাজিত এক ইনিংসে নাইটদের জয় সুনিশ্চিত করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর পাঁচ ছক্কার স্মৃতি এখনও তাজা, তার মধ্যেই ফের একবার শেষ বলে চার মেরে দুরন্ত জয়। ঠিক কীভাবে বারংবার মাথা ঠান্ডা রেখে কেকেআরকে চাপের মুখে ম্যাচ জেতাচ্ছেন রিঙ্কু?
অনুশীলনেই আস্থা রিঙ্কুর
ম্যাচ শেষে রিঙ্কু কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করেই তাঁর এই সাফল্য। তিনি বলেন, 'শেষ বলের আগে আমি কিছুই ভাবছিলাম না। এমনকী পাঁচ ছক্কা যখন হাঁকিয়েছিলাম, তখনও ছয়গুলি মারার আগে মাথায় বিশেষ কিছু চিন্তা ছিল না। বল যেমন আসছিল, সেই অনুযায়ীই শট খেলছিলাম। নিজের ওপর আস্থা ছিল। এর সত্যি বলতে আমি এখন গোটা বিষয়টায় অভ্যস্ত হয়ে গিয়েছি। এ মরসুমে পাঁচ বা কখনও কখনও ছয়, সাতেও ব্যাট করতে নামছি। তাই ম্যাচ পরিস্থিতি অনুযায়ীই অনুশীলনও করছি।'
রিঙ্কুকে রাসেলের সার্টিফিকেট
পঞ্চম উইকেটে তাঁদের ২৫ বলে ৫৪ রানের পার্টনারশিপ কলকাতা নাইট রাইডার্সের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিল। এক বল বাকি থাকতে আন্দ্রে রাসেল (Andre Russell) রান আউট হয়ে যান। তবে শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআরকে ২ পয়েন্ট দেন রিঙ্কু সিংহ।
২৩ বলে ৪২ রান করে ম্যাচের সেরা রাসেলই। তবে রিঙ্কুকে প্রশংসায় ভরালেন 'দ্রে রাস'। ম্যাচের পর তিনি বলেন, 'নিজের খেলায় খুশি। চেয়েছিলাম ক্রিজে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চেয়েছিলাম। শেষ বলের জন্য কাজটা ফেলে রাখতে চাইনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম রিঙ্কুকে নিয়ে। সব ধরনের বলে শট খেলতে পারে।' কেকেআরের নতুন তারা রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বসিত রাসেল। ক্যারিবিয়ান তারকা অনেকদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। খোশমেজাজে বললেন, 'রিঙ্কু ভীষণ শান্ত। চাপের মুখে খোলা মনে খেলতে হয়, নিজের স্বাভাবিক খেলা খেলতে হয়। স্লোয়ার বল, ওয়াইড ইয়র্কার সব ধরনের বলের জন্য তৈরি হয়। রাসেল রাসেল বলে যখনে সকলে চিৎকার করে আমি পা মাটিতে রাখার চেষ্টা করি। ও যা করছে সেটাই চালিয়ে যেতে বলেছি।'
আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)