IPL 2023: মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংসই আইপিএল কেরিয়ারের সেরা, অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দাবি শুভমনের
Shubman Gill: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাতটি চার ও ১০টি ছক্কা মেরে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলেন শুভমন।
আমদাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (Gujarat Titans vs Mumbai Indians) দ্বিতীয় কোয়ালিফায়ারে (IPL 2023 Qualifier 2) গোটা ক্রিকেটবিশ্বকে নিজের অনবদ্য শতরানে মন্ত্রমুগ্ধ করেন শুভমন গিল (Shubman Gill)। শুক্রবার তাঁর ব্যাটিং তাণ্ডব দেখে মুগ্ধ সুনীল গাওস্করের মতো কিংবদন্তি। ৬০ বলে ১২৯ রান করেছেন শুভমন গিল। স্ট্রাইক রেট? ২১৫! সাতটি চার ও ১০টি ছক্কা মেরেছেন পাঞ্জাবের ডানহাতি ওপেনার। শুভমনের ইনিংসে ভর করেই পল্টনদের ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স।
সেরা আইপিএল ইনিংস
এই নিয়ে গত চার ম্যাচে তিনটি শতরান হাঁকিয়ে ফেললেন ২৩ বছর বয়সি তরুণ ভারতীয় তারকা। ম্যাচের পর শুভমন স্পষ্ট জানিয়ে এটাই তাঁর কেরিয়ারের সেরা আইপিএল ইনিংস। এমনকী তিনি এও বলেন যে এক ওভারে তিনটি ছক্কা হাঁকানোর পরেই তিনি বুঝতে পেরেছিলেন যে রাতটা তাঁরই হতে চলেছে। তিনি বলেন, 'প্রতিটি বল বুঝে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সবসময় মনসংযোগ ধরে রাখতে হয়। এক ওভারে তিনটি ছক্কা হাঁকানোর পরেই বুঝতে পেরেছিলাম যে আজকের রাতটা আমার হতে চলেছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিল এবং আমি তারই লাভ তুলতে সক্ষম হয়েছি। আর প্রত্যাশার কথা বলতে হলে, বলব প্রত্যাশা সবসময়ই থাকে, কিন্তু একবার মাঠে নামার পর সেইসব আর মাথায় থাকে না। নিঃসন্দেহে এটাই আমার কেরিয়ারের সেরা আইপিএল ইনিংস।'
টেকনিকে বদল
মুম্বইয়ের বিরুদ্ধে শুভমন দু'শোর অধিক স্ট্রাইক রেটে নিজের রান করেছেন। কিন্তু মরসুম দুই-তিনেক আগেই কিন্তু তাঁকে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট কম হওয়ায় প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। সেই কারণেই কি আরও বেশি করে ছক্কা হাঁকানোয় জোর দিয়েছেন তারকা ওপেনার। 'এই নিয়ে আলাদা করে কিছু করেনি। সবসময় নিজের খেলার উন্নতি ঘটানোই তো কাম্য। নিজের খেলার দক্ষতার ওপর আস্থা রাখাটা দরকার। আর ভাল আন্তর্জাতিক মরসুমের পর সেটা এমনিই বেড়ে যায়। কোনও একটা জিনিস বদলে সাফল্য আসে না। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে আমার বদলটা শুরু হয়েছিল। ২০২১ সালে চোট পাওয়ার পর আমি নিজের ব্যাটিং টেকনিকে বেশ খানিকটা বদল ঘটিয়েছে।' দাবি শুভমনের।
আরও পড়ুন: ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ