এক্সপ্লোর
Advertisement
দীনেশ কার্তিকই নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন, জানালেন ব্রেন্ডন ম্যাকালাম
১৩ তম আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কিন্তু দলে নেতৃত্বের কোনও পরিবর্তন ঘটছে না। আগামী মরশুমেও দলকে নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক।
কলকাতা: ১৩ তম আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কিন্তু দলে নেতৃত্বের কোনও পরিবর্তন ঘটছে না। আগামী মরশুমেও দলকে নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক।
মর্গ্যান এর আগেও নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।কলকাতায় বৃহস্পতিবারের নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কড়া টক্করের পর বাঁহাতি এই ব্যাটসম্যানকে ৫.২৫ কোটি টাকায় নিয়েছে নাইট রাইডার্স।
নিলামের প্রথম বিরতির পর কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, দীনেশই আমাদের অধিনায়ক থাকছেন। আমরা যতটা সম্ভব অভিজ্ঞ নেতৃত্ব পেতে চেয়েছিলাম। বর্তমানে মর্গ্যান সেরা নেতাদের মধ্যে অন্যতম। কার্তিকের একেবারে সঠিক সহযোগী হিসেবে মর্গ্যান ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানটি পূরণ করতে পারবেন। তিনি সেরা ফর্মে রয়েছেন। কেকেআরের ভালো সম্পদ হয়ে উঠবেন তিনি।
অজি পেসার প্যাট কামিন্সকে রেকর্ড ১৫.৫০ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, তাঁরা প্যাট কামিন্সকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। কামিন্সকে দলে নিতে পেরে তাঁরা খুশি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement