আইপিএল: রাজস্থানকে ৬ উইকেটে হারাল কলকাতা
কলকাতা: আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ১৪২ রান করে রাজস্থান। জবাবে ২ ওভার বাকি থাকতেই জলের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নাইটরা। এই জয়ের সুবাদে কোয়ালিফায়ারে যাওয়ার রাস্তা খুলে রাখল কেকেআর। মঙ্গলবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার রাহুল ত্রিপাঠি (১৫ বলে ২৭) ও জোস বাটলার (২২ বলে ৩৯)। মাত্র ৩.২ ওভারেই দলের ৫০ রান তুলে নেন এই দুই ব্যাটসম্যান। প্রথম উইকেটে ওঠে ৬৩ রান। কিন্তু, এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রাহানে-বাহিনী। ঘরের মঠে বিপক্ষকে চেপে ধরেন কেকেআর-এর স্পিনাররা। বিশেষ করে উল্লেখ করতে হবে কুলদীপ যাদবের কথা। এদিন দুরন্ত ফর্মে ছিলেন তিনি। চার ওভারে ২০ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। এছাড়া, আন্দ্রে রাসেল ও প্রসিধ কৃষ্ণ নেন ২টি এবং একটি করে উইকেট দখল করেন শিবম মাভি ও সুনীল নারিন। কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভারেই ১৪২ রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। জবাবে, ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু দেন নারিন। প্রথম চার বলে ২টি চার ও ২ ছয় মেরে ২০ রান তুলে নেন। কিন্তু দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান তিনি (৭ বলে ২১)। তিন নম্বরে নামেন উথাপ্পা। কিন্তু, তাঁর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। ৪ রান করেই ফিরে যান তিনি। এরপর নীতীশ রাণার সঙ্গে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান ওপেনার ক্রিস লিন। এদিন তিনি ৪৫ রান করেন। রানা করেন ২১। এই দুজন আউট হলে, জয় নিশ্চিত করেন অধিনায়ক কার্তিক (৩১ বলে অপরাজিত ৪১) এবং আন্দ্রে রাসেল (৫ বলে ১১)। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে কেকেআর।