এক্সপ্লোর
Advertisement
ফের শতরান ‘অতিমানব’ বিরাটের
বেঙ্গালুরু: শতরান করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি।
বুধবার ঘরের মাঠে কিংস ইনেভেন পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ফের অতিমানবীয় ইনিংস উপহার দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় এদিন ম্যাচ কমে ১৫ ওভারের দাঁড়ায়। কোহলিদের রান তাড়া করার ক্ষমতার বিষয়টি মাথায় রেখে এবং বৃষ্টি থেকে ফয়দা তোলার জন্য এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব।
কিন্তু, কোহলির মাথায় ছিল অন্য পরিকল্পনা। তাকে আটকায় কার সাধ্যি! এদিন ফের বিস্ফোরক হয়ে ওঠেন ভারতের টেস্ট অধিনায়ক। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন। ৫০ বলে তাঁর ১১৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও আটটি বিশাল ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন অপর ওপেনার ক্রিস গেইল। ৭৩ রান করেন এই ক্যারিবীয় ক্রিকেটার। দুজনে মিলে প্রথম উইকেটেই ১৪৭ রান তোলেন। ২১১ রানে ইনিংস শেষ হয় ব্যাঙ্গালোরের।
এক ঝলকে দেখে পরপর বলের হিসেবে নেওয়া যাক কোহলির ইনিংস: ৪ ০ ১ ০ ১ ৪ ০ ০ ০ ৬ ১ ০ ০ ১ ৪ ৪ ৪ ৪ ০ ০ ৬ ৬ ১ ১ ০ ৪ ১ ০ ১ ৬ ০ ০ ৬ ৬ ০ ৬ ১ ৪ ১ ৪ ৪ ৪ ১ ১ ২ ২ ৪ ৬ ৪ আউট
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement