IPL Auction: এই ৩০ খেলোয়াড় অবিক্রিত থাকতে পারেন আইপিএলের নিলামে, সবচেয়ে বেশি দাম পাবেন কে?
IPL 2026: ২০২৬ সালের আইপিএলের (IPL 2026) নিলামের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৩৫৯ জন খেলোয়াড়কে শর্টলিস্ট করেছে।

মুম্বই: ২০২৬ সালের আইপিএলের (IPL 2026) নিলামের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৩৫৯ জন খেলোয়াড়কে শর্টলিস্ট করেছে। এবার মিনি নিলাম হওয়ার কথা। তবুও বিশ্বের এই বৃহত্তম লিগের জন্য ১৩০০-র বেশি প্লেয়ার রেজিস্ট্রেশন করেছিলেন। ২০২৬ সালের আইপিএলের নিলাম ১৬ই ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। এবারের নিলামে অনেক বড় খেলোয়াড় অবিক্রিত থাকতে পারেন। এখানে এমনই ৩০ জন বিদেশি খেলোয়াড়ের কথা বলা হল, যাঁরা আসন্ন নিলামে অবিক্রিত থাকতে পারেন।
২ কোটি বেস প্রাইসের এই খেলোয়াড়েরা নিলামে অবিক্রিত থাকতে পারেন
১- বেন ডাকেট (ইংল্যান্ড)
২- জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)
৩- আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ়)
৪- মুজিব উর রহমান (আফগানিস্তান)
৫- সিন অ্যাবট (অস্ট্রেলিয়া)
৬- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ়)
৭- ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৮- টম ব্যান্টন (ইংল্যান্ড)
৯- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ়)
১০- উইলিয়াম ও'রুখ (নিউজিল্যান্ড)
১১- টম কারান (ইংল্যান্ড)
১২- ড্যানিয়েল লরেন্স (ইংল্যান্ড)
১৩- লিয়াম ডসন (ইংল্যান্ড)
১.৫ কোটি বেস প্রাইস থাকা এই খেলোয়াড়েরা নিলামে অবিক্রিত থাকতে পারেন
১- ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া)
২- সাকিব মাহমুদ (ইংল্যান্ড)
১.২৫ কোটি বেস প্রাইস থাকা এই খেলোয়াড়েরা নিলামে অবিক্রিত থাকতে পারেন
১- বিউ ওয়েবস্টার (অস্ট্রেলিয়া)
২- রোস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ়)
৩- কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ়)
৪- অলি স্টোন (ইংল্যান্ড)
১ কোটি বেস প্রাইস থাকা এই খেলোয়াড়েরা নিলামে অবিক্রিত থাকতে পারেন
১- ভিয়ান মুল্ডার (দক্ষিণ আফ্রিকা)
২- ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
৩- তাবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
৪- রিজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)
৫- ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া)
৬- বেন ডুয়ার্শুইস (অস্ট্রেলিয়া)
৭- কুশল পেরেরা (শ্রীলঙ্কা)
৮- উমেশ যাদব (ভারত)
৯- মোহাম্মদ ওয়াকার সালামখেল (আফগানিস্তান)
১০- জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা)
১১- গুলবদিন নাইব (আফগানিস্তান)
১২- উইলিয়াম সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
১৩- জোশুয়া টাং (ইংল্যান্ড)
১৪- ডোয়েন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)
১৫- চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)
এই খেলোয়াড়রা পেতে পারেন মোটা টাকা, ক্যামেরন গ্রিন হতে পারেন সবচেয়ে দামি
২০২৬ সালের আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সবচেয়ে বেশি দামে বিক্রি হতে পারেন। গ্রিনের জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) বেশ বড় অঙ্কের টাকা খরচ করতে পারে বলে মনে করা হচ্ছে। KKR-এর কাছে নিলামে সবচেয়ে বেশি টাকা থাকবে। এছাড়াও, নিলামে রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ডেভিড মিলার, জ্যামি স্মিথ, স্টিভ স্মিথ, টিম সেইফার্ট, জনি বেয়ারস্টো এবং আকাশ দীপের মতো খেলোয়াড় মোটা টাকা পেতে পারেন।




















