Jasprit Bumrah on Twitter: হাসি-প্রেম-শান্তির এক মাস, রোম্যান্টিক বার্তা বুমরার
এক মাস সম্পূর্ণ হল তাঁদের বিবাহিত জীবনের। দুজনই ব্যস্ত হয়ে পড়েছেন আইপিএল নিয়ে। একজন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা পেস অস্ত্র। আরেকজন আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে যুক্ত। তবে বিয়ের এক মাস পূর্তিতে দুজনই আবেগে ভাসলেন।
![Jasprit Bumrah on Twitter: হাসি-প্রেম-শান্তির এক মাস, রোম্যান্টিক বার্তা বুমরার Cricketer Jasprit Bumrah tweets about his love to marriage days with his best friend and wife now Jasprit Bumrah on Twitter: হাসি-প্রেম-শান্তির এক মাস, রোম্যান্টিক বার্তা বুমরার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/15/9868d27627339eec36c3817f8e8e1a86_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: এক মাস সম্পূর্ণ হল তাঁদের বিবাহিত জীবনের। দুজনই ব্যস্ত হয়ে পড়েছেন আইপিএল নিয়ে। একজন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা পেস অস্ত্র। আরেকজন আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে যুক্ত। তবে বিয়ের এক মাস পূর্তিতে দুজনই আবেগে ভাসলেন।
যশপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। বৃহস্পতিবার তাঁদের বিয়ের এক মাস সম্পন্ন হল। সঞ্জনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার। সঙ্গে লিখেছেন, 'ভালবাসা, দমফাটা হাসি, বোকা জোকস, লম্বা কথোপকথন ও অনেকটা শান্তির এক মাস সম্পূর্ণ হল। আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বিয়ের এক মাস পূর্ণ হল।' বুমরার সেই ট্যুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিনন্দন জানান ভারতীয় দলের পেসারকে।
বিয়ের কয়েকদিন পরেই নিজেদের প্রথম ছবি পোস্ট করে বুমরা লিখেছিলেন, 'গত কয়েকটা দিন যেন রূপকথার মতো। এত ভালবাসা আর শুভেচ্ছা পেয়েছি যে আমরা আপ্লুত। সকলের কাছে কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।'
সমস্যায় দিল্লি, করোনা আক্রান্ত পেসার নোখিয়া
বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর সঞ্জনার সঙ্গে বিয়ে করেছেন বুমরা। শুভ অনুষ্ঠান সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যুগলের বিয়ের নানা মুহূর্তের ছবি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়েতে অতিথি তালিকা ছিল নিয়ন্ত্রিত। তবে বর-কনের সাজগোজ, কিংবা আনুসঙ্গিক অনুষ্ঠানে কোনও ঘটাতি ছিল না। সঞ্জনা কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্যও। কেকেআরের হয়ে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় তাঁকে। তাই বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেকেআরের সাপোর্ট স্টাফেরাও।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন বুমরা। বোর্ড থেকে বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন বুমরা এবং তাঁর সেই আর্জি মঞ্জুরও করা হয়। এর কিছুদিন পরেই জানা যায় যে, বুমরা বিয়ে করছেন। সঞ্জনা ২০১৯ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্করও তিনি। ২০১৩-তে ফেমিনা গর্জিয়াস খেতাবও জিতেছিলেন। আপাতত অবশ্য মিঞাঁ-বিবি দুজনই ব্যস্ত আইপিএল নিয়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)