এক্সপ্লোর
Advertisement
DC vs CSK, Dream11 Prediction: আজ দ্বিতীয়বার মুখোমুখি চেন্নাই-দিল্লি, ফের কি সুপার ওভার?
চোট নিয়ে উদ্বেগে রয়েছে দিল্লি শিবির। ঋষভ পন্থ এখনও সুস্থ নন। বাধ্য হয়ে অ্যালেক্স ক্যারিকে খেলাতে হচ্ছে। যে কারণে জায়গা হচ্ছে না শিমরন হেটমায়ারের। আর খেলছেন অজিঙ্ক রাহানে।
শারজা: দু’দলের প্রথম দফার সাক্ষাতে সুপার ওভারে গড়িয়েছিল ম্যাচ। জিতেছিল দিল্লি ক্যাপিটালস। আজ ফের মুখোমুখি দিল্লি ও চেন্নাই সুপার কিংস। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? আসুন দেখে নেওয়া যাক।
চোট নিয়ে উদ্বেগে রয়েছে দিল্লি শিবির। ঋষভ পন্থ এখনও সুস্থ নন। বাধ্য হয়ে অ্যালেক্স ক্যারিকে খেলাতে হচ্ছে। যে কারণে জায়গা হচ্ছে না শিমরন হেটমায়ারের। আর খেলছেন অজিঙ্ক রাহানে। যদিও নজর কাড়তে ব্য়র্থ তিনি। ২ ম্যাচে তাঁর অবদান ১৫ বলে ১৫ রান ও ৯ বলে ২ রান। অন্যদিকে এখনও নিজেদের সেরা একাদশ নিয়ে ধন্দে ধোনিরা। আজ ফের ওপেনার হিসাবে খেলানো হতে পারে স্যাম কারানকে। শেন ওয়াটসন সম্ভবত তিন নম্বরে।
দিল্লি ক্যাপিটালস
শিখর ধবন
পৃথ্বী শ
অজিঙ্ক রাহানে
শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
মার্কাস স্টোইনিস
অ্যালেক্স ক্যারি
অক্ষর পটেল
আর অশ্বিন
কাগিসো রাবাডা
তুষার দেশপাণ্ডে
এনরিক নর্ৎজে
চেন্নাই সুপার কিংস
ফাফ ডুপ্লেসি
স্যাম কারান
শেন ওয়াটসন
অম্বাতি রায়ডু
মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)
রবীন্দ্র জাডেজা
ডোয়েন ব্র্যাভো
দীপক চাহার
পীযূষ চাওলা
শার্দুল ঠাকুর
কর্ণ শর্মা
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement