IPL 2022: কী করে বাদ পড়ে? কেকেআরের দল নির্বাচন দেখে প্রশ্ন তুললেন হতবাক যুবরাজ
IPL 2022: কেকেআরের একাদশ দেখে বিস্মিত যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কোন যুক্তিতে প্যাট কামিন্সকে একাদশের বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে জোরাল প্রশ্ন তুললেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট।
মুম্বই: ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে হারার পরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দল নির্বাচন নিয়ে বিস্তর চর্চা চলছে। কেকেআরের একাদশ দেখে বিস্মিত যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কোন যুক্তিতে প্যাট কামিন্সকে একাদশের বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে জোরাল প্রশ্ন তুললেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট।
অবাক যুবি
দিল্লির বিরুদ্ধে ফিরতি ম্যাচে কেকেআর চারজন বিদেশির কোটায় মাঠে নামায় অ্যারন ফিঞ্চ, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও টিম সাউদিকে। তার আগের ম্যাচেও কামিন্সের বদলে মাঠে নেমেছিলেন সাউদি। টিম সাউদিকে নিয়ে কোনও অভিযোগ না থাকলেও কামিন্সের মতো ম্যাচ উইনার ক্রিকেটারকে কলকাতার বসিয়ে রাখা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন যুবি। তাঁর মতে, ২-৩টি ম্যাচে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন প্লেয়ারদের উপর আস্থা হারাতে নেই। কারণ কামিন্সের মতো ক্রিকেটাররা পরপর ২-৩টি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
বৃহস্পতিবারই যুবরাজ ট্যুইট করেন, ‘প্যাট কামিন্সকে বাইরে বসে থাকতে দেখে আমি অবাক! ওর কি কোনও চোট রয়েছে? বিশ্বমানের অলরাউন্ডার। হতে পারে কারও ২-৩টি ম্যাচ খারাপ গিয়েছে। তাই বলে আপনি আপনার ম্যাচ উইনারদের উপর বিশ্বাস রাখা ছেড়ে দেবেন? ওরা কিন্তু একটানা ৩টি ম্যাচ জেতাতেও পারে। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।’
দল পাল্টেও হার
টিম কম্বিনেশনে একের পর এক বদল। কিন্তু এরপরও হারের সম্মুখীন হতে হল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkatya Knight Riders)। টানা পাঁচবার হারের মুখ দেখতে হল শ্রেয়স আইয়ারের দলকে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নাইট শিবিরকে ৪ উইকেটে হারিয়ে দিল। বল হাতে কুলদীপ, মুস্তাফিজদের দাপুটে বোলিংয়ের যোগ্য সঙ্গ দিলেন ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল।
কলকাতাকে ৪ উইকেটে হারাল দিল্লি
১৪৭ রান তাড়া করতে নেমেই দ্রুত ২ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন পার্থিব পটেল। কেকেআরের হয়ে প্রথমবার খেলতে নামা হর্ষিত রানা তুলে নিলেন মিচেল মার্শকে। ললিত যাদব ২২ রান করে আউট হন। তবে ললিত যাদব ও ডেভিড ওয়ার্নার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। শুরুতে কিছুটা ধীরে ইনিংস খেললেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৮টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ বেলায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।
শিখর ও ঋষি, ক্রিকেট মাঠের দুই ধবন কি দুই ভাই? জল্পনায় তোলপাড় নেটদুনিয়া