IPL 2025: আইপিএল থেকে নাম তুলে নিতে চলেছেন স্টোকস? কিন্তু কেন?
Ben Stokes: ইতিমধ্যেই প্রত্যেক দল তাঁদের রিটেনশনের চূড়ান্ত তালিকা জমা দিয়ে দিয়েছে। এরপর রয়েছে মেগা নিলাম। সেখানে স্টোকস হয়ত নাম দেবেন না, এমনটাই শোনা যাচ্ছে।
লন্ডন: আইপিএলের আগামী মরশুমে দেখা যাবে না হয়ত বেন স্টোকসকে। এখনও পর্যন্ত ইংরেজ তারকা অলরাউন্ডারের তরফে অফিশিয়ালি কিছু না জানানো হলেও সূত্রের খবর টেস্ট ক্রিকেটকে প্রাধান্য় দিতেই আইপিএলের মঞ্চে নাও নামতে পারেন টেস্টে ইংল্যান্ড দলের অধিনায়ক। শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা গিয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারকে।
ইতিমধ্যেই প্রত্যেক দল তাঁদের রিটেনশনের চূড়ান্ত তালিকা জমা দিয়ে দিয়েছে। এরপর রয়েছে মেগা নিলাম। সেখানে স্টোকস হয়ত নাম দেবেন না, এমনটাই শোনা যাচ্ছে। আগামী বছরই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ নিজেদের দেশে আয়োজন করবে ইংল্যান্ড। এরপর অ্যাশেজের মত গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। যা ২২ গজের লড়াইয়ের থেকে সম্মানের লড়াই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দেশের ক্রিকেট প্রেমীদের কাছে। শুধু স্টোকস নয়, ইংল্যান্ডের অনেক প্লেয়ারই হয়ত আইপিএল থেকে নাম তুলে নিতে পারেন।
আইপিএলের নিলামে নিজেদের নাম দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর, রবিবার। ২০২৩ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টোকস। এই টুর্নামেন্টের ইতিহাসে রাইজিং পুণে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে। সিএসকে তারকা অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে ২০২৩ সালে দলে নিয়েছিল। কিন্তু মাত্র ২ ম্য়াচই খেলতে পেরেছিলেন। ফিটনেস ইস্যু হয়েছিল তাঁর।
রিটনশনে সবচেয়ে বেশি নজর ছিল এই ফ্র্যাঞ্চাইজির ওপর। স্বাভাবিকভাবেই তারাও চমক দিয়েছে। রোহিত শর্মাকে ১৬.৩০ কোটি টাকা মূল্যে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ক্যাপ্টেন হার্দিককে ১৬.৩৫ কোটি ও সূর্যকুমার যাদবকেও সমসংখ্যক মূল্যে রিটেন করেছে দল। সবচেয়ে বেশি জসপ্রীত বুমরা ১৮ কোটি টাকা পাবেন। তিলক ভার্মা ৮ কোটি টাকা পাবেন।
আগেই সম্ভাবনা ছিল যে মহেন্দ্র সিংহ ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করবে সিএসকে। সেই মত ৪ কোটি টাকা মূল্যে ধরে রাখা হয়েছে। এছাড়া অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড পাবেন ১৮ কোটি টাকা। জাডেজাও ১৮ কোটি। মাহিশা পাথিরানা পাবেন ১৩ কোটি। শিবম দুবে ১২ কোটি টাকা পাবেন।
মাত্র তিনজন প্লেয়ারকে রিটেন করেছে আরসিবি। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা রেকর্ড মূল্যে ধরে রাখা হয়েছে। রজত পাতিদার ১১ কোটি ও যশ দয়াল ৫ কোটি টাকা পাবেন।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে ১৮ কোটি টাকা দিয়ে। জয়সওয়ালও পাবেন ১৮ কোটি। রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল ১৪ কোটি করে পাবেন। হেটমায়ার ১১ কোটি ও আনক্যাপড প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা।