IPL 2022: ''জয় ছাড়া কিছুই ভাবে না ও, এরকম চরিত্রই আমাদের দরকার'', কাকে সার্টিফিকেট দিলেন শ্রেয়স?
IPL 2022: এরপর সেখান থেকে জাতীয় দলেও সুযোগ চলে আসে। যদিও জাতীয় দলে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের এই তরুণ ব্যাটারকে।
মুম্বই: নতুন মরসুম, নতুন দল, নতুন অধিনায়ক। আইপিএল শুরুর আগে আবার নতুনভাবে সেজে উঠেছে কলকাতা নাইট রাইডার্স (kolkata night riders)। দলের অধিনায়ক হিসেবেও ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তুলেছেন শ্রেয়স আইয়ার। আগামী ২৬ মার্চ আইপিএলে এবারের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবে নাইট বাহিনী। তার আগে দলের তরুণ ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ হলেন শ্রেয়স আইয়ার। মধ্যপ্রদেশের এই তরুণ অলরাউন্ডার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে নজর কেড়েছিলেন। এরপর সেখান থেকে জাতীয় দলেও সুযোগ চলে আসে। যদিও জাতীয় দলে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে ভেঙ্কটেশকে।
শ্রেয়স বলছেন, ''ভেঙ্কটেশই আমাদের হয়ে ওপেনে নামবে হয়ত। যদিও আমাদের এখনও কোনও কিছুই নিশ্চিত হয়নি। সবাই কোয়ারেন্টিন শেষ করে ধীরে ধীরে প্রস্তুতিতে যোগ দেবে। তার আগে আপাতত টিম ম্যানেজম্যান্ট, কোচের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর সময় ভেঙ্কটেশের সঙ্গে আমার কথা হয়েছিল। ও আমাকে জানিয়ে দিয়েছিল যে, যে কোনও পজিশনেই খেলতে প্রস্তুত সে।''
কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক আরও জানান, ''আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনে ও দুর্দান্ত সাফল্য পেয়েছিল আগের মরসুমে। আমাদের মাথায় রয়েছে বিষয়টা। কিন্তু ভেঙ্কটেশ অনেক বেশি করে টিম ম্যান। আমি ওর সঙ্গে জাতীয় দলে খেলার সময় দেখেছি, সবসময় ফিল্ডিংয়ের সময় ও জয়ের কথাই ভাবে। জয় ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করে না। টি কীভাবে জয় পাবে, তা ওর কাছে প্রাধান্য পায় সবসময়। এমন চরিত্রই তো আমরা দলে চাই।'' উল্লেখ্য, ভেঙ্কটেশ ও শ্রেয়স ২ জনেই এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। শ্রেয়স শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রত্যেক ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। নিজের ব্য়াটিং অর্ডার প্রসঙ্গে শ্রেয়স বলেন, ''আমি সাধারণত ৩ নম্বর পজিশনে ব্য়াটিং করাটা পছন্দ করি। কারণ তাতে অনেকটা সময় ক্রিজে থাকা যায়। নিজের স্বাভাবিক খেলাটাও খেলা যায়। তবে এটাও ঠিক যে টিমের যখন যেই পজিশনে আমাকে প্রয়োজন, আমি তখনই নামতে রাজি।''