বিশাল ছয়! ‘ঈশ্বর প্রদত্ত ক্ষমতা’, ব্যাটে বিস্মিত করছেন মহেন্দ্র, দেখুন ভিডিও
“অসামান্য টাইমিং, ব্যাট স্পিড, সুইং ঈশ্বর প্রদত্ত। এর থেকে ভাল আর কিছু হয় না।”
দুবাই: ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ সেমিফাইনাল, সেটাই ছিল মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। তারপর আর নীল জার্সিতে দেখা যায়নি মাহিকে। মাঝে ভারতীয় সেনায় দায়িত্ব নির্বাহ করা ছাড়া আর সেভাবে জনসমক্ষেও আসেননি তিনি। জল্পনা ছিল, মাহি খেলবেন না অবসর নেবেন? সত্যি হল দ্বিতীয় জল্পনা। মহেন্দ্র অবসরই নিলেন। স্বাধীনতা দিবসে সন্ধ্যা ৭টা বেজে ২৯ মিনিটে নিজেরে ‘প্রাক্তন’ ঘোষণা করে দিলেন নিজেই। টুকরো টুকরো স্মৃতিকে এক সুতোয় গেঁথে, মাহি গাইলেন, ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’। ভারতের আসমুদ্রহিমাচল মাহিকে শেষবার দেখতে চাওয়ার যে আকুতি নিয়ে বসে ছিল, তার সলিল সমাধি হল একটা ইনস্টা পোস্টে! নীল জার্সিতে শেষবার ফিরুক মাহি, চায় ভারত। ৭ নম্বর জার্সির অবসরের আগে সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
তবে তার আগে সুযোগ থাকেছে ফের একবার ‘মাহি রিটার্নস’ দেখার। আইপিএল-এ সিএসকের হয়ে এমএসডি খেলবেন। আপাতত নীল নয়, হলুদ জার্সিতেই দেখা যাবে তাঁকে। আরব আমিরশাহিতে মাহির সেই প্রস্তুতিই এখন ভারত কাঁপাচ্ছে।
গদাসম ব্যাট হাতে মাহি। স্পিনারকে বাইরে পাঠালেন অনায়াসে। হারিয়ে গেল বল। বাউন্ডারিতে দাঁড়িয়ে মাহির ব্যাটে বলে হওয়ার মধুর ধ্বনি যেন স্মৃতিরোমন্থন করিয়ে দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে মাহির মারা ছক্কাই এখন সোশালে চর্চার ‘হট টপিক’। চেন্নাই সুপার কিংসের শেয়ার করা ভিডিও-তে মাহির সতীর্থ মুরলি বিজয় বলছেন, “অসামান্য টাইমিং, ব্যাট স্পিড, সুইং ঈশ্বর প্রদত্ত। এর থেকে ভাল আর কিছু হয় না।”