IPL 2021: ছন্দে পন্থ, ফিট শ্রেয়স, আইপিএলের পরবর্তী অংশে দিল্লির ক্যাপ্টেন কে?
২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহি রওনা হচ্ছে দিল্লি ক্যাপিটালস।
নয়াদিল্লি: আইপিএলের বাকি অংশ শুরু হতে আর ঠিক একমাস বাকি। সব দলই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস শিবির পড়েছে মহা ফাঁপরে।
অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশে দলকে নেতৃত্ব দেবে কে? নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার? নাকি তিনি চোট পাওয়ার পর দলের দায়িত্ব পাওয়া ঋষভ পন্থ?
২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহি রওনা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তবে দল পৌঁছনোর আগেই আঙুলের চোট থেকে সেরে উঠে আমিরশাহি পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন। আগামী সপ্তাহেই দলের অধিকাংশ তারকা আমিরশাহি পৌঁছে যাবেন। তবে দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সূত্রের খবর, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ, কাকে অধিনায়ক রাখা হবে, তা নিয়ে এখনও ধন্দে দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, “আগামী শনিবার সকালেই সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে যাচ্ছে দল। দিল্লি থেকে চার্টার্ড ফ্লাইটে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবে। দিল্লির ভারতীয় তারকারা ইতিমধ্যেই শহরে কোয়ারেন্টিন রয়েছেন। আমিরশাহি পৌঁছে আরও এক সপ্তাহ নিভৃতবাসে থাকতে হবে তাঁদের। তারপরেই প্রস্তুতি শিবির চালু হবে। নেতৃত্বের বিষয়ে এখনও ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।”
গৌতম গম্ভীরের পরে ২০১৮ সালে শ্রেয়স আইয়ারের হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারপরেই আইয়ারের নেতৃত্বে আইপিএলে ব্যর্থতার ছবি কাটিয়ে ঘুরে দাঁড়ায় দল। সেই বছরেই ৬ বছর পর প্রথমবার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে দিল্লি। এরপরে ২০২০ সালের আইপিএলে ফাইনালেও পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় স্বীকার করতে হয়। ২০২১ সালেও শ্রেয়স আইয়ারই অধিনায়ক ছিল। তবে কাঁধে চোট তাঁকে আইপিএল থেকে ছিটকে দিয়েছিল। শ্রেয়সের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্থের হাতে।
পন্থ দায়িত্ব নিয়ে নজর কাড়েন। তাঁর নেতৃত্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি।