IPL 2021 Updates: প্যান্ট পরতে পারতে! কার্তিকের সঙ্গে খুনসুটি লিনের
এক সময় কার্তিক ও লিন কেকেআরে সহযোদ্ধা ছিলেন। তখন কার্তিকই ছিলেন অধিনায়ক। পরে লিনকে দলে নেয় মুম্বই। অন্য দলের হলেও লিনের সঙ্গে কার্তিকের বন্ধুত্ব এখনও অটুট।
![IPL 2021 Updates: প্যান্ট পরতে পারতে! কার্তিকের সঙ্গে খুনসুটি লিনের IPL 2021: Could Have At Least Worn Pants, Chris Lynn Trolls Dinesh Karthik IPL 2021 Updates: প্যান্ট পরতে পারতে! কার্তিকের সঙ্গে খুনসুটি লিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/8b3e15cac82bac711943da89a7357195_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। মঙ্গলবার তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে টিকা নেওয়ার খবর জানিয়েছেন কার্তিক। তবে ভ্যাকসিন নেওয়ার সময় তাঁর পোশাক দেখে খোঁচা দিলেন ক্রিস লিন। যিনি এক সময়ে কেকেআরে কার্তিকের সতীর্থ ছিলেন। একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন শাহরুখ খান-জুহি চাওলার দলের হয়ে।
কার্তিক মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তাঁর টিকা নেওয়ার ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'ভ্যাকসিন নেওয়া হল'। সেই ছবির নীচেই ক্রিস লিন মজা করে কমেন্ট করে দেন, “অন্তত প্যান্টটা পরে নিতে পারতে।” প্রসঙ্গত, ছবিতে দেখা যাচ্ছে, জলপাই রঙের মিলিটারি প্যান্ট পরে টিকাকরণ কেন্দ্রে এসেছিলেন কার্তিক। আর সেই প্যান্ট নিয়েই খুনসুটি করেন অস্ট্রেলীয় তারকা ক্রিস লিন। যিনি এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। কার্তিকও মজা করেই লিনকে জবাব দেন, “ভেবেছিলাম তোমার মতো শর্টস পরব। তারপরেই ভাবলাম, আমি তো আর মলদ্বীপে নেই! তাই এটাই পরলাম।”
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। মাঝপর্বে স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। অস্ট্রেলীয় ক্রিকেটারেরা ভারত থেকে মলদ্বীপে উড়ে গিয়েছেন। সঙ্গে অস্ট্রেলীয় সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারেরাও আছেন। সরাসরি ভারত থেকে অস্ট্রেলিয়ায় উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই মলদ্বীপ থেকে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন ক্রিস লিন, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ-সহ এক ঝাঁক অস্ট্রেলীয় তারকা।
এক সময় কার্তিক ও লিন কেকেআরে সহযোদ্ধা ছিলেন। তখন কার্তিকই ছিলেন অধিনায়ক। পরে লিনকে দলে নেয় মুম্বই। অন্য দলের হলেও লিনের সঙ্গে কার্তিকের বন্ধুত্ব এখনও অটুট। ভারতীয় বোর্ডের তরফে ইতিমধ্যেই ইংল্যান্ড সফরের দলে থাকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতেই হবে। ইংল্যান্ড সফর চলাকালীন দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ক্রিকেটারদের। ইতিমধ্যেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, যশপ্রীত বুমরা করোনার টিকা নিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)