KKR on IPL: কার্তিকের নেতৃত্ব ছাড়া অসম্ভব সাহসী সিদ্ধান্ত ছিল, বলছেন মর্গ্যান
গত বছরের ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসকে হারানোর দিনই নেতৃত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন কার্তিক। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তের কথা শুনে বেশ চমকে গিয়েছিল।
চেন্নাই: গত আইপিএলে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর থেকেই জল্পনা চলছিল, এবার কি তবে নেতৃত্ব যাবে দীনেশ কার্তিকের? অধিনায়ক হিসাবে বলার মতো কিছুই করেননি ডিকে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলিয়ে কার্তিককে দিয়েই নেতৃত্ব করাবে কি না কেকেআর, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। অবশেষে গত মরসুমের মাঝপথে কার্তিক নিজেই নেতৃত্ব ছেড়ে দেন। কেকেআর ততদিনে গ্রুপের ৭টি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে ৪টি জয়, তিনটি হার। অনেকেই মনে করেছিলেন, ফ্র্যাঞ্চাইজির চাপেই এই সিদ্ধান্ত ডিকের। যদিও তিনি নিজে এ ব্য়াপারে মুখে কুলুপ আঁটেন।
এবার কেকেআরের বর্তমান অধিনায়ক অইন মর্গ্যান বললেন, কোনও আবেগের বশে নয়, কার্তিক যুক্তিসঙ্গতভাবেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেকেআরের ওয়েবসাইটে মর্গ্যান বলেছেন, 'এটা কোনও আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ছিল না। ডিকে ভীষণ যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। ওর দিক থেকে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত। দলের ভালর জন্য নিঃস্বার্থভাবে সরে দাঁড়িয়েছিল মরসুমের মাঝপথে। অবিশ্বাস্যরকম সাহসী সিদ্ধান্ত ছিল।'
গত বছরের ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসকে হারানোর দিনই নেতৃত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন কার্তিক। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তের কথা শুনে বেশ চমকে গিয়েছিল। কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, 'আমরা হোটেলের নীচের তলায় রেস্তোরাঁয়া ছিলাম যখন ডিকে এসে বলে, বাজ (ম্যাকালামের ডাকনাম), মর্গস (অইন মর্গ্যানের ডাকনাম), বেঙ্কি (দলের সিইও বেঙ্কি মাইসোর), তোমাদের কয়েক মিনিট সময় নিলে কিছু মনে করবে? তারপরও ও বলে, আমার মনে হয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমি চমকে উঠেছিলাম। বলেছিলাম, আমরা সবে একটা ম্যাচ জিতে উঠলাম, আর তুমি বলছো ব্যাটিংয়ে বেশি করে মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্ব ছেড়ে দেবে আর মর্গস দলের অধিনায়ক হওয়ার সেরা লোক!'
বিরাট না ধোনি, কার উইকেট নিতে চান শামি? সাফল্যের নেপথ্যে কী?
দলের অনেকেও কার্তিকের সিদ্ধান্তে চমকে উঠেছিল। শুভমন গিল যেমন বলেছেন, 'আমাদের পরের দিন ম্যাচ ছিল। আচমকা মোবাইলে মেসেজ এল আমাদের একটা বৈঠক হবে। আমার কোনও ধারণাই ছিল না যে ডিকে ভাইয়া নেতৃত্ব ছেড়ে দেবে।'