KKR Skipper Fined : মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে স্লো ওভার-রেট, ২৪ লক্ষ টাকা জরিমানা মর্গ্যানের
কেকেআরের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকার কম বা তাঁদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
আবু ধাবি : মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে স্লো ওভার-রেট । কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যানকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল। আবু ধাবির শেখ জাইদ স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।
আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত বিষয়ে আইপিএলে যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই অনুযায়ী এটা এই মরশুমে দলের দ্বিতীয়বার ত্রুটি। তাই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গানকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল।
কেকেআরের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকার কম বা তাঁদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শেখ জাইদ স্টেডিয়ামের ওই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে সাত উইকেটে পরাজিত করে কেকেআর। রাহুল ত্রিপাঠি ও বেঙ্কটেশ আইয়ার যাথাক্রমে ৭৪ ও ৫৩ রানের ইনিংস খেলেন। এই জয়ের সাথে সাখে কেকেআর পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল। অন্যদিকে ষষ্ঠ স্থানে নেমে গেছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই বরাবরই কেকেআরের শক্ত গাঁট। এই ম্যাচের আগে পর্যন্ত দুই দলের মুখোমুখি সাক্ষাতে ২২-৬ এগিয়েছিল মুম্বই। অথচ তিনি, শাহরুখ খান যে এই ম্যাচটাই বরাবর সবচেয়ে মরিয়াভাবে জিততে চেয়েছেন। এমনকী, বারবার মুম্বইয়ের কাছে হারতে হারতে এক সময় টিম মিটিংয়ে তো তিনি বলেই ফেলেছিলেন যে, মুম্বই শহর আমাকে বাজিগর বলে ডাকে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটা অন্তত জেতো।
শাহরুখের ইচ্ছাকে বৃহস্পতিবার পূর্ণ মর্যাদা দেন তাঁর ক্রিকেটারেরা। মুম্বইয়ের ১৫৫ রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ব্যাট হাতে শুরু থেকে দাপট দেখান কেকেআরের ব্যাটসম্যানরা। মাত্র ৩০ বলে ৫৩ রান করেন বেঙ্কটেশ আইয়ার। আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই হাফসেঞ্চুরি তাঁর। তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠি ৪২ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন রাহুল।
৭ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এল কেকেআর। ৯ ম্যাচে ৮ পয়েন্ট হয়ে গেল অইন মর্গ্যানদের। সবচেয়ে বড় কথা, পরপর বড় ব্যবধানে ম্যাচ জেতায়, নেট রান রেটেও অনেকটা উন্নতি করেছে কেকেআর। ৯ ম্যাচের পর কেকেআরের রান রেট +.৩৬৩। পয়েন্ট সমান হলেও রান রেটের জন্যই রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে এগিয়ে রয়েছে কেকেআর।