KKR vs SRH Live: হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে ভাল জায়গায় নাইটরা
IPL 2021, Match 49, KKR vs SRH: প্রতিপক্ষ শুধু পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তাই নয়, প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া একমাত্র দল। রবিবার সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।
LIVE
Background
দুবাই: প্রতিপক্ষ শুধু যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তাই নয়, প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া একমাত্র দল। রবিবার সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাও এমন একটা দিনে, যেদিন দলের মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। যা সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ তৈরি করেছে নাইট শিবিরের অন্দরমহলেও।
প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স আগের ম্য়াচে হেরে যাওয়ায় সুবিধা হয়েছে শাহরুখ খানের দলের। ১২ ম্যাচের শেষে ১০ পয়েন্ট করে পেয়েছে কেকেআর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স (আরসিবি বনাম পঞ্জাব ম্যাচের আগে পর্যন্ত)। তবে নেট রান রেট সবচেয়ে ভাল হওয়ায় চার নম্বরে রয়েছে কেকেআর। হিসেব বলছে, কেকেআর যদি নিজেদের বাকি দুই ম্যাচ জেতে, তাহলে সরাসরি প্লে অফের যোগ্যতা অর্জন করবে। কিন্তু যদি এক ম্যাচে হেরে যায়, তখন নির্ভর করতে হবে অন্যান্য দলের ফলের ওপর।
এবং সেক্ষেত্রে পঞ্জাব, রাজস্থান ও মুম্বই - তিন দলকে বাকি থাকা দুটি করে ম্যাচের মধ্যে অন্তত একটি করে ম্যাচ হারতেই হবে।
রবিবার কলকাতার বড় কাঁটা হতে পারেন বাংলারই এক ক্রিকেটার। যিনি নিজে একসময় কেকেআরে খেলেছেন। ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদের হয়ে চলতি আইপিএলে নিয়মিতভাবে ইনিংস ওপেন করছেন বঙ্গ তারকা। এবং রানও পাচ্ছেন। রবিবার কেকেআরের বিরুদ্ধে ঋদ্ধির একটা ঝোড়ো ইনিংস নাইটদের প্লে অফ ভাগ্যকে অঙ্কের গোলকধাঁধায় জড়িয়ে ফেলতে পারে।
কেকেআর চোট সমস্যাতেও জর্জরিত রয়েছে। অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হ্যামস্ট্রিংয়ের চোট যে গোটা দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে, এবিপি লাইভের প্রশ্নে জানিয়েছিলেন স্বয়ং কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। রাসেল সুস্থ কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। ভোগাচ্ছে বল হাতে দুরন্ত ফর্মে থাকা পেসার লকি ফার্গুসনের চোটও। হায়দরাবাদের বিরুদ্ধে ফার্গুসন খেলতে পারবেন কি না, কেকেআর শিবির থেকে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
KKR vs SRH LIVE: ৬ উইকেটে জয়ী কেকেআর
দলের মালিকের ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার দিনই আইপিএলে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কেকেআর।
KKR vs SRH Live: হোল্ডারের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রানা
হোল্ডারের বলে আউট নীতিশ রানা। ২ ওভারে জয়ের জন্য নাইটদের চাই আর মাত্র ১০ রান।
KKR vs SRH Live: আউট শুভমন গিল
সিদ্ধার্থ কৌলের বলে আউট শুভমন গিল। ৫৭ রান করে ফিরলেন নাইট ওপেনার।
KKR vs SRH Live: কেকেআরের জিততে চাই ২৪ বলে ২৪ রান
১৬ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেট হারিয়ে ৯২। জয়ের জন্য দরকার আর ৪ ওভারে ২৪ রান।
KKR vs SRH Live: ১১ ওভারের শেষে কেকেআরের স্কোর ৫১/২
১১ ওভারের শেষে কেকেআরের স্কোর ৫১/২। ক্রিজে শুভমন গিল ও নীতিশ রানা।