![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2021: প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের, হুঙ্কার রাজস্থানের তারকার
আট দলের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র সানরাইজার্স হায়দরাবাদই প্লে অফের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে।
![IPL 2021: প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের, হুঙ্কার রাজস্থানের তারকার IPL 2021: Rajasthan Royals cricketer Shivam Dubey hopeful of making it to the play offs IPL 2021: প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের, হুঙ্কার রাজস্থানের তারকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/0a0f4688df77ba3c98a54b565fc25fb6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবু ধাবি: আইপিএলের প্লে অফের শেষ জায়গাটির জন্য রুদ্ধশ্বাস লড়াই চলছে চার দলের। যে লড়াইয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট সঞ্জু স্যামসনদের। প্লে অফে উঠতে গেলে বাকি থাকা দুই ম্যাচ জিততেই হবে।
শনিবার আবু ধাবিতে ২০২১ আইপিএলের ৪৭তম ম্যাচে দুরন্ত ব্যাট করেছিলেন রাজস্থান রয়্যালসের শিবম দুবে। মাত্র ৪২ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন শিবম। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। শিবম ও যশস্বী জয়সবালের দুরন্ত ইনিংসের ফলে লিগের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল রাজস্থান। আর সেই জয়ের পর শিবম আত্মবিশ্বাসী সুরে বলেছেন, তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, প্লে অফে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী গোটা রাজস্থান শিবির।
শিবম বলেছেন, ‘আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। সেই সুযোগ পেয়েছি এবং আমি খুশি যে ভাল পারফর্ম করতে পেরেছি। এই মুহূর্তে এই ইনিংসটি আমার ও দলের জন্য খুব দরকার ছিল। আমরা এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছি এবং আমরা যদি পরের দুটো ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারি তাহলে আমরা প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারব।’
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শিবম দুবে এবং যশস্বী জয়সবালের হাফসেঞ্চুরি ৭ উইকেটে জিতিয়েছে রাজস্থান রয়্যালসকে। প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন শিবম দুবেরা।
জমে উঠেছে আইপিএলের (IPL) প্লে অফের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে চারটি দল। কাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কীরকম, আসুন দেখে নেওয়া যাক।
আট দলের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র সানরাইজার্স হায়দরাবাদই প্লে অফের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে। ১২ ম্যাচে কেন উইলিয়ামসনদের পয়েন্ট চার ও শেষ দুই ম্যাচ জিতলেও তাঁদের যোগ্যতা অর্জন করা অসম্ভব।
বাকি চার দলের মধ্যে ১৩ ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছে অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের বাকি আর একটি ম্যাচ আর সেই ম্যাচে জিতলেই নাইটদের প্লে অফে খেলা নিশ্চিত। অন্য কোনও দলের ফলাফলের কোনওরকম প্রভাব পড়বে না শাহরুখ খানের দলের ভাগ্যের ওপর।
কিন্তু কেকেআর হেরে গেলে? তখন কি নাইটদের কোনওরকম সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার?
অঙ্ক বলছে, হেরে গেলেও প্লে অফে যেতে পারে কেকেআর। কিন্তু কীভাবে? নাইটদের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। ১২ ম্যাচে যাদের পয়েন্ট ১০। কেকেআর শেষ ম্যাচে হেরে গেলে শেষ করবে ১২ পয়েন্টেই। ১৩ ম্যাচের শেষে পঞ্জাব কিংসের দখলে ১০ পয়েন্ট। কে এল রাহুলদের শেষ ম্যাচ সিএসকের বিরুদ্ধে। সেই ম্যাচ পঞ্জাব জিতলেও নাইটদের সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সেক্ষেত্রে পঞ্জাবেরও পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু রান রেটে অনেক পিছনে পঞ্জাব। তাই রান রেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে কেকেআরই। শুধু নিশ্চিত করতে হবে যে, শেষ ম্যাচে কেকেআর রাজস্থানের কাছে না বিশাল ব্যবধানে হেরে যায় এবং পঞ্জাব না শেষ ম্যাচ বিরাট ব্যবধানে জেতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)