RCB vs RR, Innings Highlights: সেঞ্চুরি দেবদত্তের, রেকর্ড কোহলির, প্রথমবার চারে চার আরসিবির
ওয়াংখেড়েতে বৃহস্পতিবার রেকর্ডের ছড়াছড়ি।
মুম্বই: ওয়াংখেড়েতে বৃহস্পতিবার রেকর্ডের ছড়াছড়ি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৬ হাজার রান বিরাট কোহলির। প্রথম সেঞ্চুরি করলেন দেবদত্ত পড়িক্কল। আর রাজস্থানকে ১০ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএলে টানা চার ম্যাচ জেতার নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাট কোহলি-এ বি ডিভিলিয়ার্সরা।
রাজস্থানের ১৭৭/৯ তাড়া করতে নেমে ২১ বল আগে লক্ষ্যে পৌঁছে গেল আরসিবি। ওপেনিং জুটিতে ১৮১ রান তুলে ফেললেন কোহলি ও পড়িক্কল। মাত্র ৫২ বলে ১০১ রান করে অপরাজিত রইলেন দেবদত্ত। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। ধ্বংসলীলায় কোহলিকেও যেন ছাপিয়ে গেলেন তাঁর সতীর্থ। কোহলি ৪৭ বলে ৭২ রানে ক্রিজে ছিলেন। ৬টি চার ও তিনটি ছক্কা মেরেছেন আরসিবি অধিনায়ক। রাজস্থান বোলারদের মধ্যে কেউই বলার মতো কিছু করেননি।
প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ৯ উইকেটে ১৭৭ রান। শিবম দুবে ৩২ বলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। পরের দিকে রাহুল তেওয়াটিয়া ২৩ বলে ৪টি চার ও ২টি ছয় মেরে ৪০ রান করেন। বৃহস্পতিবার ব্যাট হাতে রাজস্থানের বিগহিটাররা সেভাবে কিছুই করতে পারলেন না। ব্যর্থ বাটলার (৮ বলে ৮ রান), অধিনায়ক সঞ্জু স্যামসন ভাল শুরু করেও আউট ১৮ বলে ২১ রান করে আউট হয়ে যান। রান পাননি মিলার (২ বলে ০), ক্রিস মরিস (৭ বলে ১০)। আরসিবি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট দুই পেসার মহম্মদ সিরাজ ও হর্ষল পটেলের। একটি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দর।
আইপিএলের ইতিহাসে প্রথমবার শুরুতেই পরপর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এই ম্যাচে মাঠে নেমেছিলেন বিরাট কোহলিরা। এবং মাঠ ছাড়লেন পরপর চার ম্যাচে জেতার নজির গড়ে। ম্যাচের সেরা হয়েছেন পড়িক্কল। যাঁকে নিয়ে উচ্ছ্বসিত বিরাট। ম্যাচের শেষে বিরাট জানান যে, তাঁর সেঞ্চুরির জন্য অপেক্ষা না করে শট খেলার কথা বলেছিলেন দেবদত্ত। আমল দেননি অধিনায়ক। স্নেহশীল সিনিয়রের মতো পড়িক্কলকে স্ট্রাইক দেন বিরাট। যাতে তাঁর সেঞ্চুরি সম্পূর্ণ হয়। 'ও আমাকে শট খেলতে বলছিল। আমি বলি না তোর সেঞ্চুরিটা কর। তাতে আমাকে ও বলে, সেঞ্চুরির সুযোগ আরও অনেক পাব। ওকে বলেছিলাম, আগে তো প্রথমটা কর, তারপর না হয় এসব বলবি,' ম্যাচের শেষে দেবদত্তকে নিয়ে বলেছেন গর্বিত বিরাট।