KKR in IPL 2021: ঘর গুছিয়ে ফেলল কেকেআর, কামিন্সের বদলি হিসাবে পেল বড় নাম
IPL 2021: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে নিউজ়িল্যান্ডের পেসারকে সই করাল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার মুখে কিছুটা উদ্বেগমুক্তি ঘটল নাইট শিবিরে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি অংশের জন্য টিম সাউদিকে পেল কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের পরিবর্ত হিসাবে নিউজ়িল্যান্ডের পেসারকে সই করাল কলকাতা নাইট রাইডার্স।
করোনার ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ১৯ সেপ্টেম্বর থেকে। তবে সেই পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলার প্যাট কামিন্স। তিনি জানিয়েছিলেন যে, ব্যক্তিগত কারণেই আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না। তবে অনেকের অনুমান, করোনার আতঙ্ক বা টানা জৈব সুরক্ষা বলয়ের মানসিক ক্লান্তি কামিন্সের সিদ্ধান্তের নেপথ্যে কাজ করতে পারে।
আইপিএলের ঠিক পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর অ্যাশেজ সিরিজ়। সব মিলিয়ে টানা ক্রিকেটের মধ্যে থাকতে হবে কামিন্সকে। সেই কারণেই তিনি আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। আবার কারও কারও মনে, অতিমারি আতঙ্কেও সরে দাঁড়াতে পারেন অজি পেসার। আইপিএল বন্ধ হওয়ার সময় খোদ কেকেআর শিবিরেও করোনার হানা দেখা গিয়েছিল। সেই আতঙ্কও কামিন্সের সিদ্ধান্তের নেপথ্যে কাজ করতে পারে।
তবে সাউদিকে পাওয়ায় শাহরুখ খান-জুহি চাওলার দলের বোলিংয়ে ভারসাম্য বজায় থাকবে। কিউয়ি পেসারের মূল অস্ত্র স্যুইং। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৩০৫ ম্যাচে ৬০৩ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেচেন, 'সাউদিকে পেয়ে দারুণ লাগছে। ও অভিজ্ঞ, নিজেকে প্রমাণ করেছে। কেকেআরের বৈচিত্রময় পেস বোলিং বিভাগ সাউদি আসায় আরও পোক্ত হল। কামিন্স না থাকায় আমরা চেয়েছিলাম বোলিং আক্রমণে এমন কাউকে যোগ করতে যার অভিজ্ঞতা রয়েছে আর বোলিংকে নেতৃত্ব দিতে পারবে। সাউদি সেই ভূমিকায় সঠিক বিকল্প।'
২০ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশের অভিযান শুরু করবে কেকেআর।