MI VS RCB, IPL 2021 হর্ষল-এবিডিতে হর্ষ বিরাট ব্রিগেডে, মুম্বইকে শেষ বলে টেক্কা বেঙ্গালুরুর
২ উইকেটে জিতল আরসিবি।
![MI VS RCB, IPL 2021 হর্ষল-এবিডিতে হর্ষ বিরাট ব্রিগেডে, মুম্বইকে শেষ বলে টেক্কা বেঙ্গালুরুর IPL 2021 Updates: RCB beats MI in the first match of IPL 14 Opening match MI VS RCB, IPL 2021 হর্ষল-এবিডিতে হর্ষ বিরাট ব্রিগেডে, মুম্বইকে শেষ বলে টেক্কা বেঙ্গালুরুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/09/8f06d55c34a32ade17b0eca97abc4c29_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই : হর্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। সৌজন্যে হর্ষল প্যাটেল।
প্রথমে দুরন্ত শুরু করা মুম্বই ব্যাটিংয়ের রাশ টেনে ধরেছিলেন হর্ষল প্যাটেল। ৫ উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৫৯ রানে আটকে দেন হর্ষল। তারপর রান তাড়া করতে নেমে আগাগোড়া খেলার দখল রেখে ম্যাচ বের করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গ্লেন ম্যাক্সওয়েলকে (৩৯) সঙ্গে নিয়ে রান তাড়ার শুরুটা করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি (৩৩)। যার পর কাজটা সেরে দেন এবি ডিভিলিয়ার্স (৪৮)। ম্যাচ শেষে বিরাট কোহলিও স্বীকার করে নেনে হর্ষলের স্পেলের সুবাদেই ম্যাচ-জয়।
শেষ ওভারে তাঁকে রান আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল, যদিও শেষ পর্যন্ত ম্যাচ বের করে নেয় ব্যাঙ্গালোর। সৌজন্যে সেই হর্ষল প্যাটেল। শেষ বলে সিঙ্গল নিয়ে আইপিএল ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে জেতালেন তিনি। ২ উইকেটে চোদ্দতম আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতল আরসিবি। এদিকে, এই নিয়ে টানা নবমবার আইপিএলে তাদের প্রথম ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স।
চিপকের চেনা ঘূর্ণি পিচের বদলে এবারে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মঞ্চে ছিল চেন্নাইয়ের পিচে সবুজের আভা। তাই টসে জিতে বোলিং নিতে দেরী করেননি বিরাট কোহলি। দ্রুত নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, 'পিচ যেরকম তাতে প্রথমে বোলিং করার কথাটা দুবার ভাবতে হয় না। পাশাপাশি এবারে আমাদের দলে ভারসাম্য যথেষ্ট ভালো, পিচ যেরকম তাতে রান তাড়া করার ক্ষেত্রে তা ইস্যু হবে না।' আইপিএলের মঞ্চে সফলতম অধিনায়ক রোহিত শর্মাও স্বীকার করে নেন, টসে জিতলে বোলিং নিতেন তিনিও।
প্রথমে ব্যাট করতে নেমে রোহিত (১৯) দ্রুত ফিরলেও ক্রিস লিন (৪৯) ও সূর্যকুমার যাদব (৩১) দারুণ শুরুটা করেছিলেন। যে ছন্দ কিছুটা টেনেছেন ইশান কিষাণও (২৮)। তবে প্রথমে ইশানকে ও তারপর একে একে হার্দিক পাণ্ড্য, কিয়েরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য ও মার্কো জানসেনকে অল্প রানের সাজঘরের পথ ধরিয়ে মুম্বইকে বড় স্কোর খাড়া করতে দেননি হর্ষল। আর যার সুবাদে মুম্বইয়ের দুরন্ত ব্যাটিং লাইন আপকে অল্প রানে বেঁধে ম্যাচে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় আরসিবি।
তারপর ব্যাট করতে নেমে আগাগোড় চেজ আয়ত্ত্বে রেখে শেষপর্যন্ত জয় দিয়েই অভিযান শুরু আরসিবির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)