IPL 2022: বিরাটদের খুদে ভক্ত বোল্টের থেকে উপহার পেয়েই বদলে ফেলল দল! দেখুন ভিডিও
Rajasthan Royals: রাজস্থানের দুরন্ত জয়ের পর আরসিবি-র এক খুদে ভক্ত ম্যাচের পরেই একেবারে পাল্টি খেয়ে দল বদল করে ফেলেছে।
আমদাবাদ: ক্রিকেট সত্যিই বড় অনিশ্চয়তার খেলা। মাঠে। মাঠের বাইরেও। নাহলে মুহূর্তের মধ্যে সমর্থকের দল পাল্টানোর আর কী-ই বা ব্যাখ্যা থাকতে পারে!
এ বার আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস (RR) ৭ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) হারিয়ে ১৪ বছর পর ফাইনালে উঠেছে। আর রাজস্থানের দুরন্ত জয়ের পর আরসিবি-র এক খুদে ভক্ত ম্যাচের পরেই একেবারে পাল্টি খেয়ে দল বদল করে ফেলেছে। এমনকী, ট্রেন্ট বোল্টের উপহার দেওয়া জার্সি সে হাসতে হাসতে পরে নিয়ে ছবিও তুলেছে।
ট্রেন্ট বোল্ট আরসিবির বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। একটি উইকেটও নেন তিনি। রাজস্থানের জয়ের পর মাঠ থেকে ড্রেসিংরুমে যাচ্ছিলেন বোল্ট। সেখানে তিনি একজন আরসিবি ভক্তকে দেখতে পান। যে খুদে তাঁর জার্সি চেয়েছিল সম্ভবত। বোল্ট তাঁর জার্সি খুলে খুদেকে উপহার দেন। আসলে আরসিবি-র ভক্ত হলেও, সেই বাচ্চা ছেলেটি বোল্টেরও ভক্ত। তাই খুদে ভক্ত পরাজিত টিমের জার্সি খুলে, পরে নেয় বোল্টের জার্সি।
খুদের সঙ্গে বোল্টের এই মধুর ব্যবহার প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজস্থান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে তারা লিখেছে, ‘আপনি কী ভাবে ট্রেন্ট বোল্টকে ভালো না বেসে পারবেন? দেখুন, রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পরে একজন তরুণ ভক্তের দিনকে সার্থক করে দিল।’
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বোল্ট। এই মরসুমে তিনি ১৫টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। চলতি আইপিএলে বোল্টের সেরা পারফরম্যান্স ছিল ১৮ রানে ২ উইকেট। সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে রাজস্থানও দুর্দান্ত পারফর্ম করেছে। লিগের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল দলটি। ১৪ ম্যাচ খেলে ৯টিতে রাজস্থান জিতেছিল। পরাজয় হজম করতে হয়েছে মাত্র ৫ ম্যাচে। প্রথম কোয়ালিফায়ারে ইডেনে গুজরাত টাইটান্সের কাছে হেরে গেলেও ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে রাজস্থান। কোয়ালিফায়ার টু-তে আরসিবি-কে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।
এখন চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। রবিবার ফাইনালে গুজরাতের মুখোমুখি সঞ্জু স্যামসনরা। সেই ম্যাচে বোল্টের খুদে ভক্ত হয়তো রাজস্থানের সমর্থনেই গলা ফাটাবে।
আরও পড়ুন: ঋদ্ধির ট্রফি জয়ের সুযোগ থাকলেও অসুস্থতার জন্য পাশে থাকতে পারছেন না স্ত্রী