DC vs PBKS, Innings Highlights: মার্শের অর্ধশতরান, পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ১৫৯ বোর্ডে তুলল দিল্লি ক্যাপিটালস
IPL 2022, DC vs PBKS: এদিনও অর্ধশতরানের ইনিংস খেললেন অজি তারকা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন প্রথমে ব্য়াট করে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্য়াপিটালস।
মুম্বই: ধারাবাহিকতা বজায় রাখলেন মিচেল মার্শ। এবারের আইপিএলে শুরুর দিকে সেভাবে রান পাননি। কিন্তু শেষ ৩ ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। এদিনও অর্ধশতরানের ইনিংস খেললেন অজি তারকা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন প্রথমে ব্য়াট করে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্য়াপিটালস। প্লে অফের দৌড়ে থাকতে এই ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ ২ দলের জন্যই।
মার্শের অর্ধশতরান, ব্যর্থ ওয়ার্নার
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। প্রথম ওভারেই সবাইকে চমকে ময়ঙ্ক আক্রমণে নিয়ে আসেন লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার এবারের আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন। ব্যাটে-বলে একেবারে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন। অধিনায়কের আস্থার অমর্যাদা করেননি লিভিংস্টোন। প্রথম বলেই ফিরিয়ে দেন ওয়ার্নারকে। সরফরাজ ও মিচেল মার্শ মিলে এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। অর্শদীপের বলে ১৬ বলে ৩২ রান করে আউট হন সরফরাজ খান। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। মিচেল মার্শ ৪৮ বলে ৬৩ রান করেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান অজি অলরাউন্ডার।
এরপর ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে ২১ বলে ২৭ রান করেন। লোয়ার অর্ডারে অক্ষর পটেল ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৯ রান বোর্ডে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। লিভিংস্টোন ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অর্শদীপ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ১টি উইকেট নেন কাগিসো রাবাডা।
এই ম্যাচের আগে পর্যন্ত ২ দলই ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছিল। এই ম্যাচ যে জিতবে সেই প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।
আরো পড়ুন: হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ রাহানের, অনিশ্চিত ইংল্যান্ড সফরেও