(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022: সিংহাসনে বাটলার, আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে আরা কে আছেন?
IPL 2022 Orange Cap :পূর্ণ মর্যাদা রেখেছেন জস বাটলার। আইপিএলে এবার ব্যাট হাতে ওপেনে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস। অরেঞ্জ ক্যাপ পাওয়ার লড়াইয়ে সবার আগে রয়েছেন তিনি।
মুম্বই: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে গত কয়েক মরসুম খেলেছিলেন। ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের সুবাদে নিলামে তাঁকে এবার রিটেন করেছিল রাজস্থান রয়্যালস। দল তাঁর ওপর যে আস্থা রেখেছিল সেই আস্থার পূর্ণ মর্যাদা রেখেছেন জস বাটলার। আইপিএলে এবার ব্যাট হাতে ওপেনে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস। অরেঞ্জ ক্যাপ পাওয়ার লড়াইয়ে সবার আগে রয়েছেন তিনি। কিন্তু আর কে আছেন তালিকায়? দেখে নেওয়া যাক --
জস বাটলার: ৮ ইনিংসে এখনও পর্যন্ত ৪৯৯ রান করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। এবারের টুর্নামেন্টে ইতিমধ্যেই ৩টি শতরানও করে ফেলেছেন বাটলার। ২ বার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ও একবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। গড় প্রায় ৭১.৫৯। স্ট্রাইক রেট ১৫৯.৪২
কে এল রাহুল: ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৩৭৪ রান করেছেন ভারতীয় দলের এই ডানহাতি ব্যাটার। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক হিসেবে এবারের আইপিএলে খেলছেন রাহুল। গড় প্রায় ৫৩.৪৩। স্ট্রাইক রেট ১৪৩.৮৪।
শিখর ধবন: ৯ ইনিংসে ৩০৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন শিখর ধবন। পাঞ্জাব কিংসের বাঁহাতি ওপেনার ৩৮. ৩৮ গড়ে রান করেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ১২৬.৩৩।
হার্দিক পাণ্ড্য: নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ৮ ইনিংসে ৩০৫ রান করেছেন এই তরুণ অলরাউন্ডার। গড় প্রায় ৬১। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। ব্যাটিং পজিশনে এবার তিন নম্বর পজিশনে নামছেন হার্দিক।
শ্রেয়স আইয়ার: তাঁর দলের হাল টুর্নামেন্টে খুব একটা ভাল না হলেও ৯ ইনিংসে ২৯০ রান করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর গড় ৩৬.২৫। স্ট্রাইক রেট প্রায় ১৩৭.৪৪।
পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম পাঁচে নেই কোনও বিদেশি। যা ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই খুব ভাল খবর। তরুণ দেশীয় ক্রিকেটাররা তাদের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বড় মঞ্চে নিজেদের মেলে ধরেছে। অন্যদিকে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়েও প্রথম পাঁচে চারজনই ভারতীয়।