IPL 2022: নাইটদের হার, আইপিএল শেষ চাহারের, একনজরে আইপিএলে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো
IPL 2022: কলকাতা নাইট রাইজার্সের বিরুদ্ধে অর্ধশতরান রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করমের। চোটের জন্য আইপিএলে থেকে ছিটকে গেলেন দীপক চাহার। দিল্লি শিবিরে করোনার থাবা।
মুম্বই: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে হার কলকাতা নাইট রাইডার্সের। অর্ধশতরান রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করমের। চোটের জন্য আইপিএলে থেকে ছিটকে গেলেন দীপক চাহার। দিল্লি শিবিরে করোনার থাবা। দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো -
সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের
টস জিতে প্রথমে বোলিং নিয়েছিল সানরাইজার্স। নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের দুরন্ত ব্যাটিংয়ে ১৭৫ রান বোর্ডে তুলে নেয় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষেক শর্মাকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। কেন উইলিয়ামসনকে বোল্ড করে দেন আন্দ্রে রাসেল। এরপর যদিও ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ধীরে ধীরে কলকাতার থেকে ম্যাচ কেড়ে নেওয়ার কাজ শুরু করেন রাহুল ত্রিপাঠী। এবারের নিলামের আগে ত্রিপাঠীকে ছেড়ে দিয়েছিল কেকেআর। এবার সেই দলের বিরুদ্ধেই ৩৭ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ত্রিপাঠী। ৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। এইডেন মার্করম প্রথমদিকে একটু স্লথ খেললেও রাহুল ফিরে যেতেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনিও। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে কফিনে শেষ পেরেক পুঁতে দেন মার্করম।
ছিটকে গেলেন চাহার
আইপিএলে তরফে একটি বিবৃতি দিয়ে দীপক চাহারের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত চাহারের বদলি কাকে নেবে সিএসকে তা জানা যায়নি। কোনও সরকারি বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে দলে নিয়েছিল সিএসকে। এই প্রথম ১০ কোটির বেশি টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে দলে নিল সিএসকে। কিন্তু চাহার চোট পাওয়ায় সিএসকে-র পরিকল্পনা ধাক্কা খেল। সূত্রের খবর, এই অলরাউন্ডারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে চাহারের। এনসিএ-র মেডিক্যাল টিম ও ফিজিওরা কী রিপোর্ট দেন, তার অপেক্ষায় সিএসকে টিম ম্যানেজমেন্ট।
দিল্লি শিবিরে করোনা
আবার আইপিএলে করোনা (Covid 19) থাবা। গত বছর কোভিডের জন্যই সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল আইপিএলের(IPL) টুর্নামেন্ট। কিন্তু এবার ভারতের মাটিতেই হচ্ছে এই টুর্নামেন্ট। কোভিডের বাড়বাড়ন্ত কমায় মাঠে দর্শক অনুমতিও মিলেছে। কিন্তু এরই মধ্যে চিন্তার খবর। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের ফিডিও প্যাট্রিক ফারহার্ট। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসেকর মেডিক্যাল টিম রীতিমতো পর্যবেক্ষণ করছেন প্যাট্রিককে।
ভাইরাল ওয়ার্নারের রিলস
বলিউডের বিভিন্ন গানে এর আগে রিলস বানিয়েছেন। বাদ যায়নি বাংলার কাঁচা বাদাম গানও। এবার দক্ষিণের ছবি কেজিএফ চ্যাপ্টার ২ (KGF 2)-এর জনপ্রিয় সংলাপ আওড়াতে দেখা গেল তারকা অজি ওপেনারকে। এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে খেলছেন ওয়ার্নার (Warner)। এখনও পর্যন্ত সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। কিন্তু নেটে হোক বা টিমবাসে বিভিন্ন সময় সতীর্থদের সঙ্গে হিন্দিতে কথপোকথন করে ভাইরাল হয়েছেন। সম্প্রতি একটি রিলস করেছেন ওয়ার্নার। সেখানে দেখা যাচ্ছে যে কেজিএফ ছবির জনপ্রিয় সংলাপের মিমিক্রি করছেন অজি তারকা। ভিডিওতে ভেসে আসছে অনুশীলনে ক্লিপিংস।
নাইটদের শুভ নববর্ষ
এ যেন ষোলো আনা বাঙালিয়ানা। প্যাট কামিন্স (Pat Cummins) আর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুজনের পরনেই পাজামা-পাঞ্জাবি। বাঙালি নববর্ষে মিষ্টিমুখ সারলেন। জানালেন শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে হলুদ রংয়ের পাঞ্জাবি পরে দেখা গিয়েছে কামিন্সকে। শ্রেয়সের পরনেও পাঞ্জাবি। তিনি কামিন্সের দিকে বাড়িয়ে দিচ্ছেন মিষ্টির প্লেট। সেই সঙ্গে জানাচ্ছেন, দিনটি বাংলার নববর্ষ। তারপর মিষ্টিমুখ সেরে অস্ট্রেলিয়ার তারকা পেসার কামিন্স বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।