IPL Points Table : নবম জয়ে সুবাদে প্রথম দল হিসেবে প্লে-অফে গুজরাত, আইপিএল পয়েন্ট টেবিলে কে কোথায় ?
এবারের আইপিএলের (IPL 2023) ১৩ নম্বর ম্যাচে নবম জয়। ঝুলিতে ১৮ পয়েন্ট। প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে স্থান পাকা করে ফেলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।
আমদাবাদ : ব্যাটে-বলে বিক্রম। এবারের আইপিএলের (IPL 2023) ১৩ নম্বর ম্যাচে নবম জয়। ঝুলিতে ১৮ পয়েন্ট। প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে স্থান পাকা করে ফেলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। আর যে জয়ের সুবাদে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে হার্দিক পাণ্ড্য-রশিদ খানরা। অন্যদিকে, গুজরাতের কাছে হেরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পর দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তিন নম্বরে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা। যার মধ্যে একটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে।
চার দল রয়েছে ১২ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। শেষ ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। সাতে রয়েছে কেকেআর।
আরও পড়ুন- দুরন্ত শতরানে যশস্বীকে টপকে দু'নম্বরে শুভমন, অরেঞ্জ ক্যাপ ডু প্লেসিরই দখলে
পাঞ্জাবের ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় আটে রয়েছে প্রীতি জিন্টার দল। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যেতে পারে পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে ৮ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের।। তাঁদের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি