IPL 2024: পাঞ্জাব বধে পাঁচে উঠল লখনউ, শীর্ষেই সিএসকে, দুইয়ে কেকেআর, এক নজরে আইপিএলের পয়েন্ট টেবিল
IPL 2024 Points Table: তালিকায় এখনও পর্যন্ত শীর্ষেই রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা টানা দুটো ম্য়াচ জিতেছে। সমসংখ্যক ম্য়াচ খেলে সমসংখ্যক জয় নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর।
কলকাতা: চলতি আইপিএলে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। তারা শনিবার হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে ২১ রানে। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই আইপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচে উঠে গেল কে এ রাহুলের দল। তালিকায় এখনও পর্যন্ত শীর্ষেই রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা টানা দুটো ম্য়াচ জিতেছে। সমসংখ্যক ম্য়াচ খেলে সমসংখ্যক জয় নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। এক নজরে পয়েন্ট টেবিল-
দল | ম্য়াচ | জয় | হার | পয়েন্ট |
চেন্নাই সুপার কিংস | ২ | ২ | ০ | ৪ |
কলকাতা নাইট রাইডার্স | ২ | ২ | ০ | ৪ |
রাজস্থান রয়্য়ালস | ২ | ২ | ০ | ৪ |
সানরাইজার্স হায়দরাবাদ | ২ | ১ | ১ | ২ |
লখনউ সুপারজায়ান্টস | ২ | ১ | ১ | ২ |
পাঞ্জাব কিংস | ৩ | ১ | ২ | ২ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৩ | ১ | ২ | ২ |
গুজরাত টাইটান্স | ২ | ১ | ১ | ২ |
দিল্লি ক্যাপিটালস | ২ | ০ | ০ | ০ |
মুম্বই ইন্ডিয়ান্স | ২ | ০ | ২ | ০ |
শনিবার নিজেদের ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টস হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে। ম্য়াচের নায়ক নবাগত ২১ বছরের ময়ঙ্ক যাদব। শনিবার লখনউয়ের নবনির্মিত অটলবিহারি বাজপেয়ী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই অভিষেক হল ময়ঙ্কের। প্রথম বলটিই তিনি করেন ঘণ্টায় ১৪৭.১ কিলোমিটার গতিতে। হকচকিয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টোও। কাট করতে গিয়ে পরাস্ত হন। তারপর থেকে আগুনে গতিতে প্রতিপক্ষ শিবিরে ধস নামালেন ময়ঙ্ক। তাঁর শিকারের তালিকায় বেয়ারস্টো, প্রভসিমরন সিংহ ও জিতেশ শর্মা। টানা ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে গেলেন ময়ঙ্ক। তাঁর একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার। সেটিই চলতি আইপিএলে দ্রুততম বল। রাজস্থান রয়্যালসের নান্দ্রে বার্গার ঘণ্টায় ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছেন। সেটিই ছিল এই আইপিএলের দ্রুততম বল। সেই রেকর্ড পেরিয়ে নতুন নজির গড়লেন ময়ঙ্ক। ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ডি ককের অর্ধশতরান, পুরাণ ও ক্রুণালের ঝেড়ো ব্যাটিংয়র ওপর ভর করে ১৯৯ রান বোর্ডে তুলে নিয়েছিল লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ১৭৮/৫-এই ইনিংস শেষ হয় পাঞ্জাব কিংসের। ৭০ রানের ইনিংস খেলেও দের হার বাঁচাতে পারলেন না শিখর ধবন।
আজ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।