Shah Rukh Hugs Sourav: সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ, দাদার মুখে কেকেআরের প্রশংসা
KKR vs DC: মাঠ প্রদক্ষিণ শেষ হতেই সৌরভকে দেখতে পান শাহরুখ। সৌরভ তখন পিছন ফিরে দাঁড়িয়ে বেঙ্কটেশকে ব্যাটিংয়ের স্টান্স বোঝাচ্ছেন। শাহরুখ পিছন থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন সৌরভকে।
সন্দীপ সরকার, কলকাতা: তাঁদের নাকি সম্পর্কে তিক্ততা। একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) অধিনায়ক করে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারপর জন বুকাননের কুখ্যাত মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরি। এবং নাইট শিবিরে সৌরভের ব্রাত্য হয়ে পড়া।
তারপর থেকে প্রথম অধিনায়ককে বারবার কেকেআরের প্রতিপক্ষ ডাগ আউটেই দেখা গিয়েছে। কখনও পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক হিসাবে নাইটদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সৌরভ। কখনও দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে কেকেআর বধের নকশা সাজিয়েছেন। কখনও সফল হয়েছেন। কখনও ব্যর্থ। কখনও তীরে এসে তরী ডুবেছে। কখনও আবার নাস্তানাবুদ হতে হয়েছে সৌরভকে। যেমন হল সোমবার। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারল দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই দিল্লির বিরুদ্ধে নাইটদের জয়োধ্বনি।
তবে সোমবার ম্যাচের শেষে দেখা গেল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। কেকেআর ম্যাচ জিতলে মাঠ প্রদক্ষিণ করাটা শাহরুখের দস্তুর। এদিনও কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে ম্যাচের শেষ মাঠ ঘুরলেন শাহরুখ। ভক্তদের আব্দারে দিলেন দুহাত বাজপাখির মতো ছড়িয়ে বিখ্যাত সেই পোজ। সৌরভ তখন ক্লাব হাউসের সামনে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটের কাছে দাঁড়িয়ে বেঙ্কটেশ আইয়ারের ক্লাস নিচ্ছেন। নাইট তারকা বেঙ্কি সৌরভের ভক্ত। ম্যাচ শেষ হতেই দাদার কাছে টিপস নিতে ছুটেছিলেন।
মাঠ প্রদক্ষিণ শেষ হতেই সৌরভকে দেখতে পান শাহরুখ। সৌরভ তখন পিছন ফিরে দাঁড়িয়ে বেঙ্কটেশকে ব্যাটিংয়ের স্টান্স বোঝাচ্ছেন। শাহরুখ পিছন থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন সৌরভকে। চলে দাদার সঙ্গে খুনসুটি। বেশ খানিকক্ষণ কথা হয় দুই মহাতারকার। ছোট ছেলে আব্রামের সঙ্গে সৌরভের কথা বলিয়ে দেন শাহরুখ। ফের একবার আলিঙ্গন করেন সৌরভ-শাহরুখ। দিনের সেরা ছবি, নিঃসন্দেহে। সম্পর্কের বরফও যেন এখন গলেছে। মান-অভিমানের পালা মুলতুবি রেখে আগেও কথা বলেছেন দুই তারকা। সৌরভ সিএবি প্রেসিডেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকাকালীন। ফের একবার সৌরভ-শাহরুখ আড্ডা চলল।
কী কথা হল দুজনের? দুজনের কথোপকথনের সময় পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। বলছিলেন, 'সৌজন্য সাক্ষাৎ বলা যায়। দুজনেই দুজনের দলের প্রশংসা করেছে। সৌরভ শাহরুখকে বলেছে, তোমার দল তো খুব ভাল খেলছে। দিল্লি দলেরও পাল্টা প্রশংসা করেন শাহরুখ।' পরে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে গল্প জুড়ে দেন শাহরুখ।
আইপিএলে কয়েকদিন আগে দেখা গিয়েছিল তিক্ততা ভুলে গৌতম গম্ভীর-বিরাট কোহলির সৌজন্যের ছবি। সোমবারও সেরকমই এক ছবি ধরা পড়ল ক্রিকেটের নন্দনকাননে।
আরও পড়ুন: দাদার মাঠে শাহরুখের নাইটদের দাদাগিরি, ৭ উইকেটে দিল্লি-জয় কেকেআরের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।