KKR vs MI Exclusive: কমল ওভার সংখ্যা, ইডেনে কখন শুরু হবে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ? নিয়মে আর কী বদল?
IPL 2024: আইপিএলে ইডেনে যে ৩ ম্যাচ দেখার জন্য হা পিত্যেশ করে অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তৃতীয় সেই দুর্ধর্ষ দুশমন মুম্বই ইন্ডিয়ান্সই।
সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল বিসর্জনের বাজনা। শনিবার কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের দৌড় থেকে যারা ছিটকে গিয়েছে তো কী! দলে একজন রোহিত শর্মা নামক ক্রিকেটার আছেন। জনপ্রিয়তায় যিনি বিরাট কোহলির সমতুল্য। আইপিএলে ইডেনে যে তিন ম্যাচ দেখার জন্য হা পিত্যেশ করে অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তৃতীয় সেই দুর্ধর্ষ দুশমন তো মুম্বই ইন্ডিয়ান্সই।
আর সেই ম্যাচের আগেই কি না বাদ সাধল বৃষ্টি (Kolkata Rain)! শনিবার দুপুর থেকেই আকাশ কালো করে এসেছিল কলকাতায়। সাড়ে পাঁচটা বাজতেই শুরু হয় বৃষ্টি। যা চলে প্রায় পৌনে আটটা পর্যন্ত। বৃষ্টি থামার পর প্রায় ঘণ্টাখানেক ধরে লড়াই করলেন মাঠকর্মীরা। কভারের ওপরের জল পরিষ্কার করা হল। সরানো হল কভার। তাতেও সামান্য বিপত্তি। কভারের ওপর জমে থাকা জল গড়িয়ে পড়ল বাউন্ডারি লাইনের ধারে। যা নিয়ে কিছুটা উদ্বিগ্ন মনে হল মুম্বই ইন্ডিয়ান্সের তারকা রোহিত শর্মাকে। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন হিটম্যান। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কেউ যদি ভিজে আউটফিল্ডে চোট পেয়ে যান, ভারত অধিনায়কের কপালে তো ভাঁজ পড়বেই।
তবে মাঠ পুরো শুকনো করতে চেষ্টার কসুর করা হয়নি। নামানো হল চারটি সুপার সপার। দ্রুত মাঠ শুকনো করার কাজে নেমে পড়ল যন্ত্র। পিচ পরিচর্যার কাজ শুরু করলেন মাঠকর্মীরা। দুই দলের ক্রিকেটারেরাই ওয়ার্ম আপ শুরু করে দিলেন।
তবে সময় নষ্ট হওয়ায় কমল ম্যাচের ওভার সংখ্যা। জানানো হল, সন্ধ্যা সাতটায় যে টস হওয়ার কথা ছিল, তা হবে রাত ৯টায়। টসের সঙ্গে ম্যাচ শুরুর আধ ঘণ্টার ফারাক থাকে। তবে সময় বাঁচাতে সেই ফারাক কমিয়ে ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। রাত ৯.১৫-তে শুরু হবে ম্যাচ। ২০ ওভার নয়, দুই দল খেলবে ১৬ ওভার করে প্রতি ইনিংস। এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে হয় ৬ ওভার করে। তবে শনিবারের ম্যাচে পাঁচ ওভার করে পাওয়ার প্লে হবে দুই ইনিংসেই।
আরও পড়ুন: কথা বন্ধ রোহিত-হার্দিকের! হিটম্যান পরের আইপিএলে কি শাহরুখের দলে? ইডেন জন্ম দিল জল্পনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।