KKR vs SRH Toss Update: কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, কারা খেলছেন দুই দলে?
IPL 2024: সেয়ানে সেয়ানে টক্কর। যুযুধান গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল। টেবিল টপার কলকাতা নাইট রাইডার্স। আর সেকেন্ড বয় সানরাইজার্স হায়দরাবাদ।
![KKR vs SRH Toss Update: কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, কারা খেলছেন দুই দলে? IPL 2024 KKR vs SRH Toss Update Sunrisers Hyderabad won toss will bat first against Kolkata Knight Riders at Ahmedabad KKR vs SRH Toss Update: কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, কারা খেলছেন দুই দলে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/21/ae322ec548dc153be77c2391dc7ead31171629853194850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: সেয়ানে সেয়ানে টক্কর। যুযুধান গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল। টেবিল টপার কলকাতা নাইট রাইডার্স। আর সেকেন্ড বয় সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যারা জিতবে, সরাসরি পেয়ে যাবে ফাইনালে খেলার ছাড়পত্র।
আর সেই ম্যাচে কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বললেন, 'উইকেট দেখে বেশ ভাল মনে হচ্ছে। তাই আমরা শুরুতে ব্যাট করে নেব। বড় রানের ম্যাচ হবে। আমাদের ব্যাটিং বিভাগ দুর্দান্ত করছে আর আশা করছি এই ম্যাচেও সেটাই করবে। আগের ম্যাচের দলই খেলাচ্ছি আমরা।'
টস জিতলে তিনি যে রান তাড়া করার ছকই নিতেন, জানিয়েছেন শ্রেয়স আইয়ার। কেকেআর অধিনায়কের কথায়, 'আমি কিউরেটরের সঙ্গে কথা বলেছিলাম। উনি জানিয়েছিলেন মাটিতে সংমিশ্রণ রয়েছে। দেখি পিচ কেমন খেলে। ভাল ম্যাচ হবে বলেই আমরা আশাবাদী। ছন্দ ধরে রাখতে হবে আর সেটাই আমাদের লক্ষ্য। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করায় সকলেই গর্বিত। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি।'
🚨 Toss Update 🚨
— IndianPremierLeague (@IPL) May 21, 2024
Sunrisers Hyderabad elect to bat against Kolkata Knight Riders.
Follow the Match ▶️ https://t.co/U9jiBAl187#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | #TheFinalCall pic.twitter.com/LXVNHfhhp3
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ় (উইকেটকিপার), সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প: অনুকূল রায়, মণীশ পাণ্ডে, নীতীশ রানা, কে এস ভরত ও শেরফেন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, শাহবাজ আমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ভি বিয়াসকান্ত ও টি নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প: সনবীর সিংহ, উমরন মালিক, গ্লেন ফিলিপ্স, ওয়াশিংটন সুন্দর ও জয়দেব উনাদকট।
আরও পড়ুন: 'বয়সের জন্য আমাকে কেউ ছাড় দেয় না', নিজের নতুন শখের কথাও জানালেন ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)