IPL 2024: একাই দৌড়ে গেলেন মিচেল, ঠাঁয় দাঁড়িয়ে রইলেন ধোনি, ক্ষুব্ধ সিএসকে সমর্থকরা
MS Dhoni: কিন্তু গতকাল ধোনির অনফিল্ড একটা সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গতকাল শেষ ওভারে সুযোগ থাকা সত্ত্বেও একটি সিঙ্গলস নিতে অস্বীকার করেন এমএসডি।
চেন্নাই: পাঞ্জাবের বিরুদ্ধে গতকাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের ঘরের মাঠে হেরে যায়। ম্য়াচ হারের পর থেকেই হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। চিপকে ধোনি মাঠে নামলেই চারিদিকে মাহি মাহি শব্দব্রহ্ম শোনা যায়। কিন্তু গতকাল ধোনির অনফিল্ড একটা সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে গতকাল শেষ ওভারে সুযোগ থাকা সত্ত্বেও একটি সিঙ্গলস নিতে অস্বীকার করেন এমএসডি। আর তাতেই চেন্নাই সমর্থকরা সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।
সিএসকে ব্যাটিংয়ের ২০ তম ওভারে বল করতে এসেছিলেন অর্শদীপ সিংহ। প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেও পরের কয়েকটি স্লোয়ার বল খেলতে পারছিলেন না ধোনি। ওভারের তৃতীয় বলটিতে ডিপ কভারের ওপর দিয়ে একটি শট হাঁকান মাহি। নন স্ট্রাইকারে থাকা ড্যারেল মিচেল পুরো ক্রিজ দৌড়ে ধোনির কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ধোনি শটটি খেলার পর রান নিতে অস্বীকার করেন। মুহূর্তে এই বিষয়টি বুঝতে পেরে মিচেল ফের উল্টো দৌড়ে কোনওরকমে নিজেকে রান আউট থেকে বাঁচান। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকালেও সোশ্য়াল মিডিয়ায় অনেকেই ধোনিকে স্বার্থপর বলেন। মিচলের মত একজন দক্ষ ব্যাটার উল্টোদিকে থাকলেও কেন তিনি কিউয়ি তারকার ওপর ভরসা রাখলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
One Of funniest Moments today
— 🖖🏻Srinivasan M☮️ (@sriniPopeye) May 1, 2024
Thala Dhoni × Daryl Mitchell
ROLF 🦁💛 #ChennaiSuperKings #CSKvsPBKS #PBKSvsCSK pic.twitter.com/AtGQUirTZ2
অনেকে তো বলেন, "ক্রিকেটে এমন স্বার্থপর ব্যক্তি আর একটিও দেখিনি।''
There are very few batters in the last 3 years who have scored runs consistently in all 3 formats. Mitchell is probably the best among them. Didn't like him being denied the strike, he is not a tailender
— Prithvi (@Puneite_) May 1, 2024
MS Dhoni refusing a single in the 20th over with Daryl Mitchell at the other end. Embarrassing stuff.
— Zucker Doctor (@DoctorLFC) May 1, 2024
never seen more selfish batsman than dhoni. https://t.co/lYwbyM59yg
— Robert (@B3tt3rCallSa7L) May 1, 2024
গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ১৬২/৭ বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।