MI vs GT Live: আমদাবাদে রোমহর্ষক থ্রিলার, মম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের
IPL 2024, MI vs GT Live Score: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন।
LIVE
![MI vs GT Live: আমদাবাদে রোমহর্ষক থ্রিলার, মম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের MI vs GT Live: আমদাবাদে রোমহর্ষক থ্রিলার, মম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/24/ebcb85a73d383fa62fbdac000ead55d91711286422496206_original.jpg)
Background
আমদাবাদ: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) নেতৃত্বে খেলতে নামবে মুম্বই শিবির। অন্য়দিকে গুজরাত টাইটান্স শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে খেলতে নামবে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। এবার নিজের পুরনো দলে ফিরে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন তিনি। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
২০২২ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে পা রেখেছিল গুজরাত শিবির। সেবারই খেতাব জিতে নেয় তারা। এখনও পর্যন্ত ২ বছরে মোট চারবার দুটো দল পরস্পর মুখোমুখি হয়েছে। হার্দিক যখন গুজরাত শিবিরের অধিনায়ক ছিলেন, তখন রোহিতের নেতৃত্বেই খেলেছিল মুম্বই। চারবারের সাক্ষাতে ২ বার হার্দিক জিতেছিলেন, ২ বার রোহিতের দল।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ রানে হারিয়ে দিয়েছিল গুজরাত শিবিরকে। ২০২৩ সালে তিনবার মুখোমুখি হয় দুটো দল। গুজরাত টাইটান্স একটি ম্য়াচে ৬২ রানে ও একটি ম্য়াচে ৬৫ রানে জয় ছিনিয়ে নেয়। মুম্বই অন্য একটি ম্য়াচে ২৭ রানে জয় ছিনিয়ে নেয়।
GT vs MI Live Score: জয় গুজরাতের
৬ রানে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শেষ ওভারে পরপর দু বলে ১০ রান হজম করেও ম্য়াচ জিতিয়ে দিলেন উমেশ যাদব।
IPL Live Score: আউট হার্দিক
১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হার্দিক পাণ্ড্য। উমেশ যাদবের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি। শেষ ৩ বলে মুম্বইয়ের প্রয়োজন ৯ রান।
GT vs MI Live Score: ম্য়াচ জিততে মুম্বইয়ের চাই ১ ওভারে ১৯ রান
আউট গেরাল্ড কোয়েৎজে। স্পেনসার জনসন এক ওভারে দুটো উইকেট নিলেন। মুম্বইয়ের জিততে শেষ ওভারে চাই ১৯ রান।
IPL Live Score: আউট তিলক ভার্মা
প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই স্পেনসার জনসনের বলে ক্যাচ আউট হয়ে গেলেন তিলক ভার্মা।
GT vs MI Live Score: ২ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ২৭
টিম ডেভিডকে আউট করে ম্য়াচ জমিয়ে দিলেন মোহিত শর্মা। দুরন্ত ক্যাচ মিলারের। ম্য়াচ জিততে মুম্বইয়ের প্রয়োজন ২৭ রান। হাতে ২ ওভার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)