IPL 2024: জুটিতে লুটি সল্ট-নারাইনের, কেকেআরের জার্সিতে গড়লেন নতুন রেকর্ডও
KKR vs LSG: ব্যাট হাতে দুরন্ত ছন্দে সুনীল নারাইন ও ফিল সল্ট। মূলত দু জনে ওপেনিংয়ে নেমে যে ধুমধারাক্কা মার শুরু করছেন, তাতেই মনোবল হারিয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলের বোলারদের।
লখনউ: দুরন্ত ফর্মে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে দুরন্ত ছন্দে সুনীল নারাইন (Sunil Narine) ও ফিল সল্ট। মূলত দু জনে ওপেনিংয়ে নেমে যে ধুমধারাক্কা মার শুরু করছেন, তাতেই মনোবল হারিয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলের বোলারদের। এবার পার্পল জার্সিতে রেকর্ডও গড়ে ফেললেন এই ওপেনিং জুটি। কেকেআরের জার্সিতে চলতি আইপিএলে ছয় বার পঞ্চাশ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন সল্ট ও নারাইন। যা দু বারের আইপিএল চ্য়াম্পিয়ন দলের হয়ে যে কোনও এক আইপিএল মরশুমে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি পঞ্চাশ প্লাস স্কোর।
লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২৩৫ রান তুলে নেয় কেকেআর। নারাইন ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়াও সল্ট, অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপরা দুর্দান্ত ইনিংস খেলেন। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৬১ রানের পার্টনারশিপ গড়েন সল্ট ও নারাইন। ৪.২ ওভারে নবীন উল হক এসে সল্টকে ফেরান। উইকেট কিপার ব্যাটার পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন।
এর আগে এই জুটি ৮৬ রানের পার্টনারশিপ গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেই ৫৬ রানের পার্টনারশিপও গড়েছিলেন নারাইন-সল্ট জুটি। ৬০ রান করেছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পন্থের দলের বিরুদ্ধে আরও একটি ম্য়াচে ৭৯ রানের পার্টনারশিপ ও সবচেয়ে বেশি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন।
চলতি মরশুমে নারাইনক ওপেনিংয়ে নামানোর স্ট্র্যাটেজি গৌতম গম্ভীরের। তিনি মেন্টর হয়ে দলে যোগ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেন। যা কাজেও এসে যায়। ক্যারিবিয়ান তারকা এখনও পর্যন্ত ৪৬১ রান করেছেন চলতি মরশুমে। ১৮৩.৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। সর্বোচ্চ ১০৯।
এদিকে, লখনউ সুপারজায়ান্টসের বিরদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্য়াচ খেলে তারা ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। রাজস্থান রয়্যালসও ১৬ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তবে তারা একটি ম্য়াচ কম খেলেছে। এখনও পর্যন্ত অফিশিয়ালি না হলেও এই দুটো দলের প্লে অফ নিশ্চিত। তবে কেকআর চাইবে প্রথম দুইয়ে থেকেই যেন লিগ পর্ব শেষ করতে পারে তারা।