IPL 2024: 'এই হয়ত আমাদের শেষ ২২ গজে দেখা', প্রিয় মাহিকে নিয়ে আবেগপ্রবণ কোহলি
MS Dhoni And Virat Kohli: প্রথম জন মহেন্দ্র সিংহ ধােনি ও দ্বিতীয়জন বিরাট কোহলি। আজ আইপিএলের মঞ্চে আরও একবার মুখোমুখি হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ সেরা অধিনায়ক।
বেঙ্গালুরু: একজন বিয়াল্লিশ পেরিয়েছেন। একজন পঁয়ত্রিশ। প্রথমজনকে নিয়ে শেষ কয়েকটি মরশুমে জল্পনা বেড়েছে যে সেটিই হয়ত শেষ মরশুম হতে চলেছে আইপিএলে তাঁর। কিন্তু সবাইকে চমকে দিয়ে ফের পরের মরশুমে আইপিএলে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। আর দ্বিতীয়জন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার এই মুহূর্তে কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন। প্রথম জন মহেন্দ্র সিংহ ধােনি ও দ্বিতীয়জন বিরাট কোহলি। আজ আইপিএলের মঞ্চে আরও একবার মুখোমুখি হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ সেরা অধিনায়ক। ক্রিকেট বিশ্বের সেরা ২ আইকন। কিন্তু এটাই কি শেষবার। আইপিএলে কি আর কখনও মুখোমুখি হতে দেখা যাবে না ধোনি-বিরাটকে?
বিরাট কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছেন। সিএসকে ম্য়াচে প্রাক্তন আরসিবি অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, ''সমর্থকদের জন্য ওঁকে খেলতে দেখা ভারতের যে কোনও স্টেডিয়ামে, একটা বড় বিষয়। আমি ও মাহি আরও একবার মাঠে নামতে চলেছে। একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছি আইপিএলে। কে না জানে যে, এটাই হয়ত শেষবার হতে পারে। আমাদের অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। কিছু অসাধারণ পার্টনারশিপ গড়েছিলাম আমরা। এটা দারুণ একটা সময় হতে চলেছে আমাদের আরও একবার একসঙ্গে দেখতে পাওয়ার।''
কেরিয়ার দীর্ঘ সময়ে ফিনিশারের কাজ করে এসেছেন। শেষ পর্যন্ত ম্য়াচ নিয়ে গিয়ে তা জিতিয়ে দিতেন। এই জন্য বিশ্বের সেরা ফিনিশারের তকমাও জুটেছিল ধােনির। এখন তেমনই ম্য়াচ একদম শেষ পর্যন্ত নিয়ে গিয়ে তা শেষ করেন বিরাট। বিরাট বলেন, ''মাহি ভাইকেও সমালোচনা করা হত। প্রশ্ন উঠত কেন শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কত ম্যাচ ও জিতিয়েছে ভারতকে। আমার মনে হয় ধোনি একমাত্র ব্যক্তি, যে জানে সে কী করছে। এটা অভ্যাস। ধোনি জানে শেষ পর্যন্ত গেলে ও ম্যাচ জিতিয়ে দেবে।''
ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের। আর ধোনি যখন অবসর ঘোষণা করেন, তখন কোহলি দেশের অধিনায়ক তিন ফর্ম্য়াটেই। মাঠে কতটা সাহায্য পেয়েছেন বিশ্বজয়ী ভারত অধিনায়কের থেকে? বিরাট বলছেন, ''আমি ধোনির সঙ্গ অনেক ইস্যু নিয়ে অধিনায়ক হওয়ার পর আলোচনা করতাম। আমাদের সম্পর্ক ভীষণ ভাল। কখনও আমি ওঁর সিদ্ধান্ত মেনে নিয়েছি তো কখনও ধোনি ভাই আমার পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন। একে অপরের প্রতি সৎ ছিলাম সবসময়।''