Akram On Gambhir: গম্ভীরের অন্ধবিশ্বাস! হোটেলের রুম ভাড়া পেতে ফাঁপড়ে পড়তে হতো কেকেআরকে
IPL 2024: পাকিস্তানের কিংবদন্তি পেসার জানিয়েছেন, সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতেন গম্ভীর। এতটাই যে, তাঁর জন্য নির্দিষ্ট সংখ্যার ঘরই বুক করতে হতো।
কলকাতা: তাঁর নেতৃত্বে তিন বছরের মধ্যে দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথমে ২০১২ সালে, ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। তারপর ২০১৪ সালে, ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে (তখন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব)। তারপর থেকে আর ট্রফির দেখা পায়নি কেকেআর।
ভাগ্য ফেরাতে এবার গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর করে ফিরিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। মেন্টর হিসাবে ফিরে দলের খেলায় ছন্দ ফিরিয়েছেন গৌতি। এবার কেকেআরের প্রাক্তন অধিনায়ককে নিয়ে মজার গল্প শোনালেন ওয়াসিম আক্রম। কেকেআরের প্রাক্তন বোলিং কোচ জানালেন, অন্ধ বিশ্বাসের জন্য কীভাবে গম্ভীরের জন্য হোটেলের রুম বুক করতে গিয়ে সমস্যায় পড়তে হতো কেকেআর শিবিরকে।
পাকিস্তানের কিংবদন্তি পেসার জানিয়েছেন, সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতেন গম্ভীর। এতটাই যে, তাঁর জন্য নির্দিষ্ট সংখ্যার ঘরই বুক করতে হতো। সেই সংখ্যাটা হতে হতো হয় ৯, অথবা ৯-এর কোনও গুণিতক। যেমন ৩৬, বা ৪৫। যা জোগাড় করতে অনেক সময় কেকেআর টিম ম্যানেজমেন্টকে হিমশিম খেতে হতো।
আক্রম বলেছেন, 'ওর সংখ্যা নিয়ে একটা বিশ্বাস ছিল। ওর জন্য হোটেলের ঘর বুক করতে গিয়ে অনেক সময়ই সমস্যা হতো। ৯ বা ৯-এর কোনও গুণিতক যুক্ত ঘরসংখ্যা ওকে দিতে হতো। সেটা ৩৬ হতে পারে, ৪৫ হতে পারে। যে কোনওভাবেই ৯ সংখ্যাটা জুড়ে থাকতে হবে। এটা একটা গোপন বিষয় যেটা আমি ফাঁস করলাম।'
Captain. Leader. 𝑴𝒂𝒈𝒊𝒄𝒊𝒂𝒏 🃏
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2024
Watch our skipper pull out some tricks on EP 2 of the #KnightsDugout Podcast with Cyrus Broacha ft. Shreyas Iyer and Nitish Rana - OUT NOW on KKR YouTube, Facebook & the #KnightClub App!
Full episode: https://t.co/PTSZsXSMc9 pic.twitter.com/tZ4jle0wEI
তবে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আক্রম। বলেছেন, 'ওর ভাবমূর্তি একটু অন্যরকম। তবে গৌতম খুব সহজ, সরল ও স্পষ্টবক্তা। খুব সহজে ওর সঙ্গে কথা বলা যায়। মেশা যায়। ওর রসবোধ দুর্দান্ত। তবে ওর স্পষ্টবক্তা ভাবমূর্তি মাঝে মধ্যে আমাদের সংস্কৃতির জন্য একটু বেশিই।'
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি রান, রেকর্ড সংখ্যক ম্যান দ্য ম্যাচ, বার্থ ডে বয়ের কীর্তি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।