Rahmanullah Gurbaz: বেস প্রাইস ২ কোটি টাকাতেই গুরবাজকে দলে নিল কেকেআর, সল্ট গেলেন আরসিবিতে
IPL Auction: আফগান তারকা উইকেট কিপার ব্য়াটারকে দলে নিল কেকেআর। কুইন্টন ডি ককের সঙ্গে গুরবাজকে দলে নিয়ে উইকেট কিপার ব্যাটারের কোটা বেশ মজবুত করে ফেলল নাইট রাইডার্স।
জেড্ডা: বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২০ কোটি টাকায় নেওয়ার পরই চাপে পড়ে গিয়েছিল কেকেআর (Kolkata Knight Riders) শিবির। কিন্তু একজন উইকেট কিপার ব্যাটার প্রয়োজন ছিলই কেকেআরের। ফিল সল্ট আওতার বাইরে চলে যাওয়ায় তাঁকে আর দলে নিতে না পারলেও বেস প্রাইসেই আইপিএলে নিলামের টেবিল থেকে রহমনউল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) দলে নিল কেকেআর। ২ কোটি টাকা বেস প্রাইসেই আফগান তারকা উইকেট কিপার ব্য়াটারকে দলে নিল কেকেআর। কুইন্টন ডি ককের সঙ্গে গুরবাজকে দলে নিয়ে উইকেট কিপার ব্যাটারের কোটা বেশ মজবুত করে ফেলল নাইট রাইডার্স
নিলামের প্রথম দিনে কেকেআর এখনও পর্যন্ত তিনজন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন বেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক ও রহমনউল্লাহ গুরবাজ। এরমধ্যে ডি কক ছাড়া বাকি দুজনেই কেকেআর দলেরই সদস্য ছিলেন গত বছর পর্যন্ত। রিটেনশনে বেঙ্কটেশকে ধরে না রাখলেও শেষ পর্যন্ত তাঁকেই ২০ কোটি টাকা মূল্যে দলে নিয়েছিল কেকেআর। এরপর সল্টের জন্যও দৌড়েছিল তারা। কিন্তু আরসিবি সল্টকে তুলে নেওয়ার পর গুরবাজকে কোনওভাবেই হাতছাড়া করতে চায়নি নাইট ফ্র্যাঞ্চাইজি। ২ কোটি বেস প্রাইস দর ওঠার পর আর কোনও দলই গুরবাজকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি। এরপরই আফগান উইকেট কিপার ব্যাটারকে দলে নিয়ে নেয় নাইট টিম ম্য়ানেজমেন্ট।
View this post on Instagram
শাহরুখ খান, জুহি চাওলার দলের প্রথম বাজি নিলামের টেবিলে ছিলেন বেঙ্কটেশ আইয়ার। নিলাম শুরু হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে কিনেছে কেকেআর। যা দেখে উচ্ছ্বসিত হরভজন সিংহও। ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তোমার জন্য খুব খুশি বেঙ্কি।' মধ্য প্রদেশের অলরাউন্ডার টি-২০ ক্রিকেটে বেশ পরিচিত নাম। তাঁর ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। কেকেআরই তাঁকে নিয়ে দর হাঁকা শুরু করে। তারপরই আসরে নামে লখনউ সুপার জায়ান্টস। কেকেআর তাঁর জন্য ৭ কোটি ৭৫ লক্ষ টাকা দর দেয়। মনে করা হয়েছিল, সেই দামেই বেঙ্কিকে পেয়ে যাবে তাঁর পুরনো দল।
আরও পড়ুন: আইপিএলের নিলাম থেকে কোন ক্রিকেটারকে দলে নিচ্ছে কারা, কোন দল দেবে চমক? লাইভ আপডেট