IPL Opening Ceremony: KKR-RCB-র হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ইডেনে উপস্থিত থাকবেন কারা?
KKR vs RCB: নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের হোম গ্রাউন্স ইডেন গার্ডেন্সেই এবারের প্রথম ম্যাচ আয়োজিত হবে। প্রতিপক্ষ আরসিবি।

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। শনিবার, প্রথমদিনই মহামোকাবিলা। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হতে চলেছে। নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের হোম গ্রাউন্স ইডেন গার্ডেন্সেই এবারের প্রথম ম্যাচ আয়োজিত হবে।
তবে প্রতিবারই আইপিএল শুরুর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানে (IPL Opening Ceremony) দর্শকদের মন মাতান বলিউড তারকা, গায়করা। ২২ গজের লড়াইয়ের আগে সেই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই অপেক্ষাও করে থাকেন। এবারও সেই অনুষ্ঠান হবে। কে কে পারফর্ম করবেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানে, কোথায় এবং কখনই বা দেখা যাবে এই অনুষ্ঠান? এক নজরে দেখে নেওয়া যাক।
কোথায় হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচের আসর।
কখন শুরু হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
শনিবার, অর্থাৎ ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে এবারের আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে
কোথায় দেখবেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে।
অনলাইনে কোথায় দেখবেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও সিনেমা এবং হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
প্রতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আইপিএলের শুভারম্ভ হয়। সেখানে রুপোলি জগতের একাধিক তারকার উপস্থিতি দেখা যায়। গত মরশুমে যেমন অরিজিৎ সিংহকে পারফর্ম করতে দেখা গিয়েছিল। এবারও কিন্তু তার অন্যথা হচ্ছে না। শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের পাশাপাশি দর্শকরা কর্ণ আউজলার গান, দিশা পাটানি নাচের পারফরম্যান্সও উপভোগ করতে পারবেন। আইপিএলের তরফে ইতিমধ্যেই এই তিন তারকার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
Brace yourself for a symphony of magic like never before as the soulful Shreya Ghoshal takes the stage at the #TATAIPL 18 Opening Ceremony! 😍
— IndianPremierLeague (@IPL) March 19, 2025
Celebrate 18 glorious years with a voice that has revolutionised melody🎶@shreyaghoshal pic.twitter.com/mJB9T5EdEe
তবে ম্যাচের দিন অর্থাৎ শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই ম্যাচ আয়োজন করা যাবে কি না এবং কত ওভারের ম্যাচ হবে, তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা রয়েইছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
