IPL Play Off: আইপিএলের ইতিহাসে যা কখনও হয়নি, সেটাই করার চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারদের সামনে
IPL 2025: এর আগে আইপিএলের প্লে অফে একবারই মাত্র ১৪০ রানেরও কম পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে কোনও দল ।

মুল্লাপুর: দুই দলই কখনও আইপিএল (IPL 2025) জেতেনি । সেরা পারফর্ম্যান্স বলতে, ফাইনালে উঠে হারতে হয়েছে । বৃহস্পতিবার আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি সেই পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । বিজয়ী দলের সামনে ফাইনালে ওঠার সুযোগ । আর সেই ম্যাচে কি না প্রথমে ব্যাট করে ১৪.১ ওভারে ১০১ রানে অল আউট হয়ে গেল পঞ্জাব কিংস! আরসিবির সামনে জয়ের লক্ষ্য মাত্র ১০২ রানের ।
এর আগে আইপিএলের প্লে অফে একবারই মাত্র ১৪০ রানেরও কম পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে কোনও দল । ২০১৭ সালের আইপিএল ফাইনালে যে নজির ছিল মুম্বই ইন্ডিয়ান্সের । রাইজিং পুণে সুপারজান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১২৯/৮ তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স । তারপরেও সেই ম্যাচ ও ট্রফি জিতেছিল মুম্বই । তাই পঞ্জাব ম্যাচ জিতলে হবে নতুন ইতিহাস ।
এই মাঠেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১১১ রান তুলেও ম্যাচ জেতার নজির রয়েছে পঞ্জাব কিংসের । এবারের আইপিএলের সেই ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৫-এ শেষ হয়ে গিয়েছিল কেকেআরের ইনিংস ।
পঞ্জাব কিংসের অবশ্য এটাই আইপিএলে সবচেয়ে কম রানে অল আউট হয়ে যাওয়ার নজির নয় । ২০১৭ সালে আরপিএসের বিরুদ্ধে পুণেতে ৭৩ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা । ২০১৫ ও ২০১৮ সালে আরসিবির বিরুদ্ধে ৮৮ রানে অল আউট হওয়ার লজ্জার নজির রয়েছে তাদের ।
আইপিএলের প্লে অফ পর্যায়ে এর আগে কোনও দল মাত্র ১৪.১ ওভার ব্যাট করেনি । ২০০৮ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস ১৬.১ ওভারে অল আউট হয়ে গিয়েছিল । সেটাই ছিল এতদিন রেকর্ড । এদিন সেটাও ছাপিয়ে গেল পঞ্জাব কিংস ।
#RCB start strongly 👏
— IndianPremierLeague (@IPL) May 29, 2025
But #PBKS strike back with the MASSIVE wicket of Virat Kohli 🔥
Will they mount a comeback?
Updates ▶ https://t.co/FhocIrg42l#TATAIPL | #PBKSvRCB | #Qualifier1 | #TheLastMile | @PunjabKingsIPL pic.twitter.com/MOpZq5nX4U
তবে আইপিএল প্লে অফ পর্বে এটা কোনও দলের সর্বনিম্ন স্কোর নয় । ২০১০ সালে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ডেকান চার্জার্স ৮২ রানে অল আউট হয়ে যায় । ২০০৮ সালের সেমিফাইনালে রাজস্থানের বিরুদ্ধে ৮৭ রানে অল আউট হয় দিল্লি ক্যাপিটালস ।




















