IPL 2025: বল হাতে অনবদ্য অর্শদীপ, ৩৭ রানে লখনউয়ে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল পঞ্জাব
IPL 2025: প্রভসিমরন সিংহ, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিংহের ব্যাটিং তাণ্ডবের জন্য বোর্ডে ২৩৬ রান তুলে নিয়েছিল পঞ্জাব শিবির আগেই। রান তাড়া করতে নেমে একটা বড় পার্টনারশিপের দরকার ছিল শুরুতেই।

ধরমশালা: বল হাতে অনবদ্য অর্শদীপ, ৩৭ রানে লখনউয়ে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল পঞ্জাব। ব্যাট হাতে প্রভসিমরন সিংহয়ের ৯১ রানের ঝোড়ো ইনিংসের পর বল হাতে দুর্দান্ত স্পেল। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন তিনি। ম্য়াচও জিতে নিল পঞ্জাব শিবির। একই সঙ্গে এই জয়ের জন্য পয়েন্ট টেবিলে ১১ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলে শ্রেয়স আইয়ারের দল।
প্রভসিমরন সিংহ, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিংহের ব্যাটিং তাণ্ডবের জন্য বোর্ডে ২৩৬ রান তুলে নিয়েছিল পঞ্জাব শিবির আগেই। রান তাড়া করতে নেমে একটা বড় পার্টনারশিপের দরকার ছিল শুরুতেই। কিন্তু প্রথমেই ধাক্কা খায় লখনউ শিবির। অর্শদীপ সিংহ খাতা খোলার আগেই আউট করে দেন মিচেল মার্শকে। পাঁচ বল খেলে কোনও রান না করেই ফিরে যান তিনি। লখনউয়ের এই মরশুমের সেরা প্লেয়ার নিকোলাস পুরাণ পর্যন্ত এদিন ব্যাটে-বলে কানেক্ট করতে গিয়ে হিমশিম খেলেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করেন তিনি। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ১৭ বলে ১৮ রান করেন। আরও একবার ব্যর্থ লখনউ অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার তিনি। অথচ চলতি মরশুমে একটি অর্ধশতরান ছাড়া বলার মত কোনও ইনিংসই নেই। পন্থ আউট হওয়ার পরই মোটামুটি ম্য়াচের ফল কী হতে পারে, তা নিশ্চিত হওয়া গিয়েছিল। তবুও প্রথমে মিলার ও পরে সামাদকে নিয়ে একটা মরিয়া চেষ্টা করেছিলেন আয়ুশ বাদোনি। কিন্তু পারলেন না। পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কার সাহায্যে ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন বাদোনি। অন্য়দিকে ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন সামাদ। দুটো বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি লখনউ।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। লখনউয়ের জার্সিতে খেলা তরুণ পেসার আকাশ মহরাজ সিংহ প্রথম দুটো ধাক্কা দেন। মাত্র ১ রান করে আকাশের বলে আউট হয়ে ফিরে গেলেন প্রিয়াংশ আর্য। জশ ইংলিশ ১টি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলে ফেরেন। এরপর শ্রেয়স ও প্রভসিমরন মিলে দলের হাল ধরেন। চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলে যাচ্ছেন প্রভসিমরন। এদিনও তাঁর ব্য়তিক্রম হল না। ৪৮ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান। শ্রেয়স আইয়ার ২৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন চারটি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্য়ে। নেহাল ওয়াধেরা ৯ বলে ১৬ রানের ইনিংস খেলেন। প্রভসিমরন ফিরে যাওয়ার পর শশাঙ্ক সিংহ ও মার্কাস স্টোইনিস এসে দলের হাল ধরেন। দুজনে মিলে দলের স্কোর ২৩৬ এ পৌঁছে দেন। বিশেষ করে শশাঙ্ক সিংহ। যখনই সুযোগ পাচ্ছেন তা দারুণভাবে কাজে লাগাচ্ছেন। এদিনও ব্যতিক্রম হয়নি।




















