IPL 2025: পরাজিত হয়ে ভালই হয়েছে! সানরাইজার্সের কাছে বড় ব্যবধানে হারের পর দাবি আরসিবি অধিনায়কের
RCB vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লখনউ: ইতিমধ্যেই এবারের আইপিএলের (IPL 2025) প্লে-অফের টিকিট পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্সকে হারিয়ে ছন্দে (RCB vs SRH) ফেরার লক্ষ্যে মাঠে নেমছিল আরসিবি। তবে নিজেদের লক্ষ্যে সফল হয়নি আরসিবি। ২০ দিন পর মাঠে নেমে হারতেই হল আরসিবিকে। অভূতপূর্বভাবে এই হারকে ইতিবাচকই মনে করছেন আরসিবির স্ট্যান্ড ইন অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)।
এদিন রজত পাতিদার ব্যাটিং করলেও, ফিল্ডিং করেননি। রজতের চোট রয়েছে বলেই খবর। তিনি ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলায় দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পান জিতেশ। ম্যাচ শেষে তাঁকেই বলতে শোনা গেল পরাজিত হয়েই ভালই হয়েছে, এটা নাকি ভাল ইঙ্গিতও বটে। ম্যাচের পর জিতেশ বলেন, 'আমার মতে আমরা ২০-৩০ রান বাড়তি করতে দিয়েছি। তবে ওরা খুবই ভাল খেলেছে। ওদের আক্রমণের কোনও উত্তর ছিল না আমার কাছে। আমরা ছন্দে ছিলাম না। শুরুর দিকে সেভাবে খেলতেও পারছিলাম না। আমরা শেষের দিকে অবশ্য ভাল বোলিং করেছি। এই ম্যাচ হেরে ভালই হয়েছে। অনেক সময় পরাজয়ও ইতিবাচক হয়, কারণ তখন আমরা ভুলত্রুটিগুলি দেখে তা নিয়ে পর্যালোচনা করতে পারি। এই পরাজয়ে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছি, তবে থামব না, এগিয়ে যাব আমরা।'
সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে হায়দরাবাদের হারানোর কিছু নেই। তারা আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে আরসিবি-র এই ম্যাচ থেকেও অনেক কিছু পাওয়ার ছিল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জেতা মানে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ান খেলার সুযোগ মিলবে। যে ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে। হারলেও ফাইনালে যাওয়ার আর একটি সুযোগ পাওয়া যাবে। কিন্তু সেই ম্যাচে জিততে পারলেন না কোহলিরা। ইনিংসের দ্বিতীয়ার্ধে অভূতপূর্ব ব্যাটিং বিপর্যয়ে আরসিবির পরাজয় সুনিশ্চিত হয়।
হায়দরাবাদের ২৩১/৬ তাড়া করতে নেমে আরসিবি আটকে গেল ১৮৯ স্কোরে। ১৯.৫ ওভারে অল আউট হয়ে গেল গোটা দল। বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি-র শুরুটা হয় দুর্দান্ত। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট কোহলি ও ফিল সল্ট। কিন্তু তাও শেষরক্ষা হল না। ২৫ বলে ৪৩ রান করলেন কোহলি। ৩২ বলে ৬২ করলেন সল্ট। কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে নেমে গেল আরসিবি। দুইয়ে উঠে এল পঞ্জাব কিংস।




















