RCB vs KKR: সন্ধ্যা নামতেই ঝেঁপে বৃষ্টি, পিছিয়ে গেল টস, দুর্যোগে আইপিএল ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা
IPL 2025: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে? কপাল পুড়বে কেকেআরের। কারণ, এক পয়েন্ট পাওয়া মানে কেকেআর সর্বোচ্চ ১৪ পয়েন্টে আটকে যাবে। প্লে অফের স্বপ্নের দফারফা।

বেঙ্গালুরু: করব, লড়ব, জিতব রে নয়, শনিবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR) শিবিরের স্লোগানটা পাল্টে গেল। স্লোগান উঠল, রেন, রেন, গো অ্যাওয়ে...
বৃষ্টি। অঝোরধারে শুরু হয়েছে সন্ধ্যা থেকেই। যে কারণে পিছিয়ে যাচ্ছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টস। নির্ধারিত সময়ে অর্থাৎ, সন্ধ্যা সাতটায় টস হবে না। ম্যাচ আদৌ হবে কি? ঘোরতর সংশয় রয়েছে।
শনিবার সন্ধ্যায় কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে রয়েছে একটি ভিডিও। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝমঝমিয়ে বৃষ্টির ভিডিও। সঙ্গে ক্যাপশন, 'রেন, রেন গো অ্যাওয়ে...'।
ভারত-পাক যুদ্ধের আবহে দশ দিন বন্ধ থাকার পর শনিবারই ফের শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। ফিরতি পর্বে প্রথম ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি রজত পতিদার, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। শনিবার সেই ম্যাচ কি ভেস্তেই যাবে বৃষ্টিতে?
বৃষ্টিতে ইতিমধ্যেই একবার চলতি আইপিএলে ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল এবং পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল। প্রবল ধাক্কা খেয়েছিল কেকেআরের (KKR) প্লে অফে ওঠার সম্ভাবনা। শনিবার ফের কি বৃষ্টিই কাঁটা হবে কেকেআরের? প্লে অফের অঙ্কে যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে শাহরুখ খান, জুহি চাওলার দলের, সেটাও কি লণ্ডভণ্ড হবে দুর্যোগে?
বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস ছিলই। রোজই চলছে ঝড় বৃষ্টি। প্রত্যেক দিন সন্ধ্যায় দুর্যোগ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ঘণ্টাখানেকের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায়। তবু, শঙ্কা থাকছে ম্যাচ পুরোপুরি ভেস্তে না যায়।
বৃষ্টির আশঙ্কায় ম্যাচের আগের দিন, শুক্রবার সন্ধ্যার মধ্যে প্র্যাক্টিস সারে দুই দল। পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে ৬ নম্বরে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে। বাকি দুই ম্যাচ জিতলে কেকেআর আটকে যাবে ১৫ পয়েন্টে। যেখানে গুজরাত টাইটান্স ও আরসিবি ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়ে বসে আছে। পঞ্জাব কিংসের ঝুলিতে ১৫ পয়েন্ট। কেকেআরের প্লে অফ দরজা খুলতে পারে অলৌকিক কিছু হলে। যেখানে নিজেদের বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে নাইটদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে।
View this post on Instagram
আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে? কপাল পুড়বে কেকেআরের। কারণ, এক পয়েন্ট পাওয়া মানে কেকেআর সর্বোচ্চ ১৪ পয়েন্টে আটকে যাবে। প্লে অফের স্বপ্নের দফারফা।




















